কালীগঞ্জ উপজেলা
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা মুসল্লী পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বানী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
নিহত বানী বেগম চলবলা মুসল্লী পাড়া এলাকার সাদেক আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু
৪ মাস আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জমিলা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার রেল স্টেশনের অদূরে শ্রুতিধরে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
নিহত জমিলা বেগম কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান গণির স্ত্রী।
রেলওয়ে পুলিশ জানায়, রেললাইন পার হচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন নারী জমিলা বেগম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪
৯ মাস আগে
করোনা ফান্ড আত্মসাৎ: বহাল তবিয়তে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
করোনাকালীন চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেও বহাল তবিয়তে আছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন (লুবনা)।
তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে টাকা আত্মসাতের ঘটনা প্রমাণিত হলেও স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। তথ্য নিয়ে জানা গেছে, করোনাকালীন সময়ে আবাসিক হোটেলে থাকা বাবদ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ৫৭ হাজার ৬০০ টাকা ও হোটেলে খাওয়া বাবদ ৯৬ হাজার টাকা তুলে নেন ডা. শামীমা শিরিন (লুবনা)। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম কবিরকে প্রধান করে গঠিত হয় তদন্ত কমিটি।
আরও পড়ুন: শ্রীপুর পৌরসভায় ১ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
২০২০ সালের ২৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের দপ্তরে পাঠানো হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন অফিস প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) ডা. হাসান ইমামের কাছে পাঠিয়ে দেন। কিছু সংশোধন ও সংযুক্তির জন্য পরিচালকের (প্রশাসন) দপ্তর থেকে তদন্ত প্রতিবেদনটি ফেরত পাঠিয়ে দ্বিতীয় দফা তদন্ত প্রতিবেদনটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে রেল কর্মকর্তা আটক
পরবর্তীতে গত ৪ এপ্রিল ২৫৩ নং স্মারকে ডা. শামীমা শিরিন লুবনার বিরুদ্ধে দ্বিতীয় দফায় প্রমাণাদিসহ তদন্ত প্রতিবেদনটি পাঠানো হয়। দুই মাসের বেশি সময় ধরে তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) দপ্তরে পড়ে আছে বলে জানা যায়।
তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আমরা সাধ্যমতো তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আবাসিক হোটেল ও খাবার হোটেলের মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছি। করোনাকালীন সময়ে রহমানিয়া হোটেলের ভাড়া করা কক্ষগুলো বন্ধ ছিল। সেখানে কোনও ডাক্তার নার্স থাকেনি। কিন্তু ভাড়া দেওয়া হয়েছে। তবে খাবার হোটেলে কেউ খাবার খাননি। রহমানিয়া হোটেলে রান্না বা খাবার বিক্রি করা হয় না বলেও তদন্তে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান কারাগারে
তদন্ত কমিটির প্রধান ঝিনাইদহ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম কবির বলেন, আমরা তদন্তে যা পেয়েছি তাই প্রতিবেদনে উল্লেখ করেছি। একই কথা জানান কমিটির আরেক সদস্য ডা. মিথিলা ইসলাম।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, ‘প্রথমে যে প্রতিবেদন পাঠিয়েছিলাম তা ফেরত দিয়ে কিছুটা সংযুক্তি জুড়ে দিয়েছিল পরিচালকের দপ্তর। দ্বিতীয় দফায় আমরা আবার প্রতিবদেন পাঠিয়েছি। এখন ব্যবস্থা গ্রহণের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) দপ্তরের।’
আরও পড়ুন: হবিগঞ্জে ইউএনও'র স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা আগেই জানিয়েছিলেন, হোটেলে থাকা নিয়ে রহমানিয়া হোটেলের ম্যানেজার সঠিক তথ্য দেন নি। ডাক্তাররা রোস্টার ডিউটি করেছেন। ওই সময় তারা হোটেলটিতে ছিলেন। কোনও টাকা আত্মসাৎ হয়নি বলে দাবি করেন তিনি।
তবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাঝহারুল ইসলাম জানান, শুরু থেকেই তিনি কোভিড-১৯ এ দায়িত্ব পালন করেছেন। তিনি কখনো হোটেলে থাকেননি।
আরও পড়ুন: অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় কুষ্টিয়ায় কোর্ট পরিদর্শকের কারাদণ্ড
আরেক চিকিৎসক আর্জুবান নেছা বলেন, তিনি বিভিন্ন সময় হোটেলে থেকেছেন। কিন্তু তারিখ বা কোন মাসে থেকেছেন সেটা তিনি জানাতে পারেননি। তবে তিনি প্রণোদনার টাকা পাননি।
এছাড়া হাসপাতালে নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত স্টাফরাও কোন প্রকার সরকারি প্রণোদনার টাকা পাননি বলে জানিয়েছিলেন।
৩ বছর আগে
একটি ঘরের অপেক্ষায় গৌরদাস
দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতির আলোকে মুজিববর্ষে সম্প্রতি ৬৬ হাজারের অধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জমিসহ ঘর। আগামী মাসে বিতরণ করা হবে আরও এক লাখ বাড়ি। কিন্তু এসব ভাগ্যবানদের কাতারে আসতে পারেননি লালমনিরহাটের গৌরদাস (৭৩)। টিনের ছাপরা ঘরেই আশ্রয় স্ত্রী-সন্তানহীন এ বৃদ্ধের।
৩ বছর আগে
‘বিষাক্ত মদপানে’ লালমনিরহাটে ২ জনের মৃত্যু
জেলার কালীগঞ্জ উপজেলায় শনিবার বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
৪ বছর আগে
৫৩ লাখ টাকায় সংস্কার: হাত দিতেই উঠে গেল রাস্তার কার্পেটিং!
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রায় ৫৩ লাখ টাকায় সংস্কার করা আড়াই কিলোমিটার সড়কের একাংশের কার্পেটিং হাত দিলেই উঠে যাচ্ছে।
৪ বছর আগে
লালমনিরহাটে নিখোঁজের একদিন পর তরুণীর লাশ উদ্ধার
জেলার কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর বুধবার সাড়ে ১১টার দিকে পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কেরানিপাড়া গ্রামে রবিবার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে