কোরবানির পশুর চামড়া
সিলেট বিভাগে ২০৯৩৪৫ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ
সিলেট বিভাগে ঈদের চার দিনে মোট ২ লাখ ৯ হাজার ৩৪৫টি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিভাগীয় প্রশাসন থেকে মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মোট ১ লাখ ৮৭ হাজার ৩৪৫ গরু এবং মহিষের চামড়া ও ২২ হাজার ছাগল ও ভেড়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন: ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার ৩৫০ পিস কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। এরমধ্যে গরু ও মহিষ ৯৭ হাজার ৮৫০ পিস এবং ছাগল ১২ হাজার ৫০০টি।
এ বিভাগে সবচেয়ে কম চামড়া সংরক্ষণ করা হয়েছে সুনামগঞ্জ জেলায়, মোট ১৭ হাজার ৩০০টি। এর বাইরে হবিগঞ্জে ৩২ হাজার ৭০টি এবং মৌলভীবাজারে ৪৯ হাজার ৬২৫টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। বিভাগটিতে ৩ লাখ ১৯ হাজার ৮২৩ পশু কোরবানি হয়েছে।
১৭৭ দিন আগে
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
আসন্ন কোরবানির ঈদে লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের তুলনায় ৫ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ হয়েছে ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা।’
আরও পড়ুন: কোরবানির চামড়ার উপযুক্ত দাম নিশ্চিতে সংরক্ষণে সহায়তা দেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
এ ছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতিপিস ১ হাজার ৩৫০ টাকার নিচে এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকার নিচে কেনা হবে না বলেও জানান তিনি।
গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা। খাসির চামড়ার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা। সেবার ঢাকায় গরুর চামড়া প্রতিপিস ১,২০০ টাকার নিচে এবং ঢাকার বাইরে এক হাজার টাকার নিচে কেনা হতো। ২০ বর্গফুট আকারের একটি ছোট গরু বা এক লাখ টাকার গরুর চামড়ার দাম এই হিসাবেই নির্ধারিত হয়।
১৯৩ দিন আগে
চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা
ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯৫০ দিন আগে
চামড়ায় বিপর্যয়: খুলনায় এবারও হতাশ মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ
খুলনার বাজারে গত বছরের মতো এবারও ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে কম দামে। ন্যায্যমূল্য না পেয়ে হতাশা প্রকাশ করেছেন এ অঞ্চলের মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ।
১৯৫০ দিন আগে
চট্টগ্রামে ময়লার ভাগাড়ে ১৫ হাজারের বেশি পশুর চামড়া
চট্টগ্রামে বিক্রি না হওয়া ১৫ হাজারেরও বেশি কোরবানির পশুর চামড়া ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে সিটি করপোরেশন। জেলার বিভিন্ন জায়গা থেকে এসব চামড়া নগরীতে বিক্রি করতে এনে দাম না পেয়ে ফেলে চলে যান মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।
১৯৫০ দিন আগে
চাঁদপুরে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে হতাশা
চাঁদপুরে এবারও কোরবানির পশুর চামড়ার দাম কম থাকায় চোখে-মুখে হতাশ নিয়ে ফিরে যাচ্ছেন শহরের ও গ্রামের অতি গরীব দুখীরা।
১৯৫০ দিন আগে