আদমদীঘি
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় তুহিন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৮ জুলাই) রাত ১০টর দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে কার্ভাডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত তুহিন নওগাঁর রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রমের শিমুলের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে মোটরসাইকেল নিয়ে সুমন নামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে রাতের খাবার খেতে যান তুহিন। খাওয়া শেষে ফেরার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের হবির মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৪ মাস আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
বগুড়ার আদমদীঘি ও শাজাহানপুর উপজেলায় শুক্রবার রাত ও শনিবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
আদমদীঘি উপজেলার মুড়াইল নামক স্থানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শনিবার ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহতদের মধ্যে দুইজনের নাম মোস্তাক (৪৫) ও রফিকুল ইসলাম (৩৪)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভোর সাড়ে ৩টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
অন্যদিকে, শাহজাহানপুর উপজেলার কাটাবাড়িয়ায় শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় এক নারী ও তার পাঁচ বছরের ছেলে নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বরঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার তাসলী (২৫) ও ছেলে তাশফিয়ান রহমান।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ধানবোঝাই এক ট্রাক তিনজনকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জাকিয়া ও তাশফিয়ানের মৃত্যু হয় এবং জাকিয়ার স্বামী মিঠু আহত হয়।
মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু হার ১৭ শতাংশ বেড়েছে: এসসিআরএফ
১ বছর আগে
বগুড়ায় নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে মঙ্গলবার ঈদের নিমন্ত্রণে যাওয়ার পথে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
আদমদীঘিতে আড্ডা দেয়া নিয়ে কিশোর খুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় আড্ডা দেয়া নিয়ে ছুরিকাঘাতে শিহাব হোসেন (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
৪ বছর আগে