বগুড়ার আদমদীঘি ও শাজাহানপুর উপজেলায় শুক্রবার রাত ও শনিবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
আদমদীঘি উপজেলার মুড়াইল নামক স্থানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শনিবার ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহতদের মধ্যে দুইজনের নাম মোস্তাক (৪৫) ও রফিকুল ইসলাম (৩৪)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভোর সাড়ে ৩টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
অন্যদিকে, শাহজাহানপুর উপজেলার কাটাবাড়িয়ায় শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় এক নারী ও তার পাঁচ বছরের ছেলে নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বরঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার তাসলী (২৫) ও ছেলে তাশফিয়ান রহমান।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ধানবোঝাই এক ট্রাক তিনজনকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জাকিয়া ও তাশফিয়ানের মৃত্যু হয় এবং জাকিয়ার স্বামী মিঠু আহত হয়।
মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু