বিনা টিকিট
বিনা টিকিটে রেল ভ্রমণের বিল পরিশোধ করলেন এমদাদুল হক
ব্রাহ্মণবাড়িয়ায় সত্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এমদাদুল হক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা। এ পর্যন্ত যতদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন তার একটি হিসাব করে বকেয়া পরিশোধ করেছেন তিনি।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে এমদাদুল হক নিজেই মোট দুই হাজার ৫৩০ টাকা বকেয়া পরিশোধ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের শামসুল হকের ছেলে এমদাদুল হক। দুর্নীতি দমন কমিশনে (দুদক) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালে ডিসেম্বরে তিনি চাকরিজীবন থেকে অবসরে যান। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক এমদাদুল হক পরিবার নিয়ে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে বসবাস করেছেন।
আরও পড়ুন: খুলনা রেল স্টেশনে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ জাদুঘর, দর্শনার্থীদের ভিড়
এমদাদুল হকের বড় ছেলে ইমরান বলেন, আমার বাবা সৎভাবে জীবন যাপন করেন। মানুষ মনে কষ্ট পায় এমন কাজ তিনি কখনো করেননি। কারও কাছে এক টাকা ঋণী থাকলেও খুঁজে বের করে তিনি পরিশোধ করেন।
ইমরান বলেন, চাকরিজীবনের শেষ দিকে বাবা দুদকের হেডকোয়ার্টারে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে তিনি ঢাকা যাতায়াত করেছেন। তখন বিভিন্ন কারণে অনেক সময় বাবা ট্রেনে টিকিট না কেটে আসা-যাওয়া করেছেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরিজীবন থেকে অবসরে যান। কিন্তু জীবনে কতবার তিনি ট্রেনে টিকেট না কেটে ভ্রমণ করেছেন তার হিসাব তিনি গুনে রেখেছেন। সেই হিসাব অনুযায়ী তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের বকেয়া ভাড়া পরিশোধ করেন।
আরও পড়ুন: রেলের অব্যবস্থাপনা: চলামান আন্দোলন স্থগিত করলেন রনি
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার বলেন, সোমবার ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন কাউন্টারে এক ব্যক্তি আসেন। তিনি জানান যে আগে বিভিন্ন সময়ে টিকিট না কেটে তিনি ভ্রমণ করেছিলেন এবং উনার কাছে হিসাব আছে যে কতবার টিকিট না কেটে ভ্রমণ করেছেন। সে হিসাবে অনুযায়ী দুই হাজার ৫৩০ টাকা টিকিট বা ভাড়া বাবদ রেলকে দিতে চাচ্ছেন। তখন স্টেশন বুকিং কাউন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতীর ওই টাকা সমমূল্যের আসনবিহীন টিকিট ইস্যু করে দেয়া হয়।
তিনি বলেন, এমদাদুল হক নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে গেলেন যে রেলে বিনা টিকিটে ভ্রমণ করা অন্যায়। উনি সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার ট্রেন ভ্রমণে আমরা সর্বাত্মক সহায়তা করবো।
আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে অন্যান্য স্থানের রেল যোগাযোগ সাড়ে ৩ ঘণ্টা বন্ধ
এ বিষয়ে এমদাদুল হক বলেন, আমি যত পূণ্যই করি না কেন, এই দেনার দায়তো কোনো পূণ্য দিয়ে শোধ করার উপায় নেই। তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম। জানি না তাতে আমার দায় মুক্তি হবে কি না। তবে অন্তত মানসিক প্রশান্তি পাবো।
২ বছর আগে
টিটিই শফিকুল নির্দোষ: তদন্ত কমিটি
বিনা টিকিট ভ্রমণের দায়ে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করা টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে টিটিই সম্পূর্ণ অপরাধহীন (নির্দোষ)।
সোমবার বেলা ১১টা ২০ মিনিটে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শহিদুল ইসলাম তার কার্যালয়ে প্রতিবেদন জমা নেন।
এর আগে ঘটনার প্রকৃত কারণ জানতে গত ৭ মে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম এবং অপর দুই সদস্য ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী (এআইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এসিআরএনবি) সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামাল।
দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন বাড়ানো হয়। বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের কথা থাকলেও ডিআরএম ঢাকায় থাকায় এবং সরকারি ছুটি থাকায় তিন দিন পর সোমবার প্রতিবেদন জমা দেয়া হয়।
পড়ুন: টিটিই বরখাস্ত: স্ত্রীর কর্মকাণ্ডে বিব্রত রেলমন্ত্রী
এর আগে ৬ মে রেলমন্ত্রীর এক আত্মীয়য়ের নামে টিকিট ছাড়া তিন যাত্রীকে জরিমানা করায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ খবর গণমাধ্যমে প্রকাশের পর গত ৮ মে দুপুরে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শহিদুল ইসলাম। একই সাথে পাকশী বিভাগীয় রেলওয়ের কমার্শিয়াল অফিসার (ডিসিও) নাসির উদ্দিনকে বরখাস্ত করায় তিনি দুঃখ প্রকাশ করেন।
পড়ুন: টিটিই বরখাস্তের সঙ্গে সম্পর্ক নেই, যাত্রীরা আমার আত্মীয় নয়: রেলমন্ত্রী
২ বছর আগে
বিনা টিকিটে রেল ভ্রমণ করে ৩১ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৪৫ যাত্রীর কাছ থেকে ৩১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী দপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে