যাত্রী সাধারণের বিনা টিকিটে রেল ভ্রমণ বন্ধের পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বুধবার জয়পুরহাট রেলস্টেশনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পাকশী দপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, ‘রেলের ভ্রাম্যমাণ আদালত জয়পুরহাট স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করা আন্তনগর নীলসাগর ও রূপসাসহ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের জন্য ৪৫ যাত্রীর কাছ থেকে মোট ৩১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণের জন্য গনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।’
বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে অন্যান্যের মধ্যে জয়পুরহাট স্টেশনের মাস্টার হাবিবুর রহমান হাবিব ও ১০ জন টিকিট চেকার উপস্থিত ছিলেন।