কারেন্ট জাল
চাঁদপুরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ৫ জেলেকে মামলা
চাঁদপুরে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে একজন অপ্রাপ্তবয়স্ক ৬ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং অপ্রাপ্তবয়স্ককে মুছলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
যাদের মামলা দেওয়া হয়েছে তারা হলেন- মো. তাজুল ইসলাম (৫৫), মো. মিজান মৈসাল (১৯), মো. জুম্মুন হাওলাদার (২০), আসলাম লস্কর (১৯), মো. রাশেদ মিজি (২০)। তাদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার বিভিন্ন এলাকায় বলে তারা জানান।
আরও পড়ুন: চাঁদপুরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ১২ জেলেকে মামলা
ওসি মনিরুজ্জামান বলেন, থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা ও সঙ্গীয় ফোর্স শুক্রবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার ও বাঁশগাড়ী নামক এলাকার মাঝমাঝি স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার কারণে এসব জেলেদের গ্রেপ্তার করা হয়। তখন জেলেদের হেফাজতে থাকে দুটি কাঠের নৌকা এবং ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ৫ জন জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং বাকি একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জব্দ কারেন্ট জাল ও দুটি নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কারেন্ট জালের উৎস নির্মূল করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
৬ মাস আগে
কারেন্ট জালের উৎস নির্মূল করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
কারেন্ট জাল উৎপাদনের কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুর শহরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের আয়োজনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রমজান মাসে দ্রব্যমূল্য ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী
তিনি বলেন, কারেন্ট জালের বিষয়টি প্রশাসনকেই দেখতে হবে। এটি বন্ধ করতে পারলে কোনো জেলের এই জাল নিয়ে নদীতে নামার সুযোগ থাকবে না। সুতরাং এই বিষয়টি আমি প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করছি।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আজকে আমদের ইলিশ রক্ষা কার্যক্রম, ইলিশকে নিরাপদ রাখার জন্য, বিশেষ করে মা ইলিশকে বাঁচাবার জন্য এবং জাটকা নিধন বন্ধের জন্যই চাঁদপুরে আসা। আমরা যদি মা ইলিশ রক্ষা না করি, তাহলে আমরাই (জেলেরা) বিপদে পড়ব।
মন্ত্রী বলেন, শুধুমাত্র নৌপুলিশ, ডিসি ও এসপিকে দিয়ে জাটকা রক্ষা হবে না। আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকেও এগিয়ে আসতে হবে। এই জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর।
আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে রাজধানীর ৩০ পয়েন্টে বিক্রি হবে দুধ, ডিম, মাংস ও মাছ: প্রাণিসম্পদমন্ত্রী
রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব: প্রাণিসম্পদমন্ত্রী
৯ মাস আগে
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে যাত্রাবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
এদিন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন, বাংলাদেশ কোস্টগার্ড এবং সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ১৫ লাখ ১০ হাজর মিটার নতুন কারেন্ট জাল পরিবহনরত অবস্থায় জব্দ করা হয়। তবে ট্রলারে কেউ কারেন্ট জালের মালিক দাবি না করায় কাওকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম এবং কোস্টগার্ডের টহল সদস্যরা।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
লক্ষ্মীপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
১ বছর আগে
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ কোটি ৯২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) সদস্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনায় বিশেষ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
তিনি বলেন, অভিযানকালে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দিনে তল্লাশি চালিয়ে সেখান থেকে আড়াই লাখ মিটারের বেশি নতুন কারেন্ট জাল জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অবৈধ কারেন্ট জালসহ ১৭ জেলে গ্রেপ্তার
কুষ্টিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
১ বছর আগে
চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
চাঁদপুর শহরের তালতলা এলাকার জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বৃহস্পতিবার (১ জুন) বিকালে এ তথ্য জানান।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশনের অফিসার লেফটেন্যান্ট সামশ সাদিকীন-এর নেতৃত্বে জননী কুরিয়ার সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে বিকাল ৪টার দিকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার জালের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কম্পাউন্ডে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামিল হোসেনসহ অন্যান্যরা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
লক্ষ্মীপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
১ বছর আগে
কুষ্টিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে বৃহস্পতিবার পদ্মা নদীতে সকাল ১০টা হতে বিকালে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট জাল এবং তিন কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
আরও পড়ুন: মাগুরায় ২ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, অভিযানে কারেন্ট জাল ও জাটকা মাছ উদ্ধার করা হয়। ১ নভেম্বর হতে আগামী জুন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, জব্দ কারেন্টজাল বিকালে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলোও সেখানকার এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন: শেরপুরে সাড়ে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মানিকগঞ্জে ৮৮ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
১ বছর আগে
পদ্মায় অভিযান: কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ প্রকল্পে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ইলিশ ধরার কাজে ব্যবহৃত পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও অবৈধ ‘চায়না দুয়ারী ২০০টি জাল উদ্ধার করে ধ্বংস করা হয় ।
শুক্রবার ও শনিবার চরভদ্রাসনে উপজেলার পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার: আটক ৩
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, গোপালপুর ঘাট হইতে স্পিডবোট ও ট্রলার যোগে নমুর ছ্যাম সালেপুর, সালিপুরের শেষ সীমানা পর্যন্ত অংশে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২শ টি চায়না দুয়ারী, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে থেকে মেঘনায় ২২ দিন ইলিশ ধরা বন্ধ
তিনি জানান, নদীর বিভিন্ন জায়গায় আড়াআড়ি বাধ ভেঙে দেয়া হয়েছে। আমাদের এই অভিযান সরকারি নির্দেশনা সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগের এই অভিযানে ফরিদপুর নৌপুলিশ সহযোগিতা করে।
৩ বছর আগে
বরিশালে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
বরিশালের মেহেন্দিগঞ্জে নৌপুলিশের অভিযানে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় কেউ আটক না হলেও চারটি দোকানের পাঁচজন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌপুলিশ।
নৌপুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান নৌপুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: মাগুরায় ২ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা
৩ বছর আগে
মাগুরায় ২ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
মাগুরার শালিখা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন করা লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর বছরব্যাপী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার অভিযানের মাধ্যমে ১৮ চায়না দোয়ারী ও ১২০ পিস অবৈধ কারেন্ট জাল (২৫ হাজার মিটার) জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: শেরপুরে সাড়ে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. বাতেন বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য দস্যু দমন করতে আমাদের এ অভিযান, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সবাইকে অবৈধ মৎস্য সরঞ্জাম দিয়ে মাছ শিকার না করার আহ্বান জানান।
ওই দিন দুপুরে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।
আরও পড়ুন: চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ সেকেন্দার আলী, উপজেলা ক্ষেত্র সহকারী সোহেল রানা ও খন্দকার এজাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার দায়ে চারজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জাটকা পরিবহনের দায়ে আরও তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
৩ বছর আগে