চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ কোটি ৯২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) সদস্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনায় বিশেষ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
তিনি বলেন, অভিযানকালে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দিনে তল্লাশি চালিয়ে সেখান থেকে আড়াই লাখ মিটারের বেশি নতুন কারেন্ট জাল জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অবৈধ কারেন্ট জালসহ ১৭ জেলে গ্রেপ্তার