দোকান কর্মচারী
চট্টগ্রামে দোকান কর্মচারীর হাতে আরেক কর্মচারী খুনের অভিযোগ
চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে শাহ্ আলম নামে এক দোকান কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে মাহবুব নামে আরেক দোকান কর্মচারীর বিরুদ্ধে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালী উপজেলায় মিয়ারবাজার এলাকার একটি বেকারিতে এ ঘটনা ঘটেছে।
নিহত শাহ্ আলম সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার মাইজপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক
স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের দোয়া ফুড প্রোডাক্ট নামে একটি বেকারিতে কাজ করেন শাহ্ আলম ও মাহবুবুল আলম। মাহবুব ও শাহ্ আলমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাহবুব লোকজন নিয়ে শাহ্ আলমের উপর হামলা চালান। এসময় গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শাহ্ আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, তুচ্ছ ঘটনায় একজন খুন হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত দোকান কর্মচারী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের অভিযোগ
উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
৯ মাস আগে
ফেনীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার নুরুজ্জামান ভুট্টু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
র্যাব ৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৩ ডিসেম্বর পরশুরামে শাহীন চৌধুরী (৫৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়। নিহত শাহীন পরশুরাম বাজারের একটি দোকানে কাজ করতেন। সেখান থেকে হার্ডওয়্যারের সাত লাখ টাকার মালামাল বাকিতে কেনেন চেয়ারম্যান নুরুজ্জমানের সহযোগী হাসেম। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে হাসেমের কাছে পাওনা টাকা চাইলে, তিনি ফোন করে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ডেকে আনেন। পরে হাসেম, নুরুজ্জামান ভুট্টু ও তাদের সহযোগীরা শাহীনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পরশুরাম থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: ফেনীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় দোকান কর্মচারীর ‘মৃত্যু’
নাটোরে জলাশয় নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় নিহত ১
২ বছর আগে
বাঁশখালীতে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে দগ্ধ হয়ে দোকানের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
৩ বছর আগে
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারী শিশুর মৃত্যু
জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পূর্বমালকাডাঙ্গা এলাকায় শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারী এক শিশুর মৃত্যুর হয়েছে।
৪ বছর আগে