করতোয়া নদী
করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ২৫
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। কমপক্ষে ১০জন এখনও নিখোঁজ রয়েছে। নিহতেদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটিতে কমপক্ষে ৬০-৭০ জন যাত্রী ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন শ্যালো মেশিন চালিত নৌকা করে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে মাঝনদীতে গিয়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবে ১৫ জন নিহত, নিখোঁজ ২৫
আহতদের উদ্ধারের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী ট্রলারডুবিতে এখন পর্যন্ত ২৫ জনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, নৌকাটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল।
এছাড়াও মৃত ব্যক্তিদের সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।
আরও পড়ুন: রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩
নৌকাডুবি: সুনামগঞ্জের হাওরে নিখোঁজ ২ কৃষক
২ বছর আগে
করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার করতোয়া নদীতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত সামিউল ইসলাম উপজেলার বড়হর গ্রামের পিলু মিয়ার ছেলে।
আরও পড়ুন: কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টার দিকে শিশু সামিউলকে সঙ্গে নিয়ে তার নানী বাড়ির পাশে করতোয়া নদীর বাঁশহাটা ঘাটে গোসল করতে যান। সামিউলকে নদীর ঘাটের বসিয়ে রেখে নানী নদীতে গোসল করতে নামেন। এই সময় নানীর অলক্ষ্যে সামিউল নদীতে নেমে ডুবে গেলে তার নানীর চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস সদস্যরা সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং রাজশাহী ডুবুরিদলকে খবর দেয়া হয়। পরে তারা সন্ধ্যা ৬টার দিকে শিশু সামিউলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: নড়াইলে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
২ বছর আগে
গোসলে নেমে করতোয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু
বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তেলিহারা বালুপাড়া শেখেরকোলা এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিখোঁজ হন।
মৃত মোকছেদ আলম (৫৫) ওই এলাকার মৃত শহীদ আলমের ছেলে ও পেশায় কৃষক।
আরও পড়ুন: যমুনার চোরাবালিতে ডুবে দিনাজপুর মেডিকেল ছাত্রের মৃত্যু
স্থানীদের বরাত দিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোকছেদ করতোয়া নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। পরে নিখোঁজের ১০ ঘণ্টা পর তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: রানীশংকৈলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ওসি জানান, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
পঞ্চগড়ে ড্রেজারের বালিতে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম এলাকায় ড্রেজার মেশিনের বালি চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে জেলার বোদা উপজেলাধীন বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুর করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশু হলো বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর এলাকার হাসান আলী ওরফে কেরকেরুর ছেলে আল আমিন (৮) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে হৃদয় (৭)। তারা দুজনেই বন্ধু।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, দুই সপ্তাহে ৩ শিশুর মৃত্যু
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন: ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকালে হৃদয় ও আল-আমিন দুজন বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননকালে অসাবধানতায় মেশিনের পাইপ থেকে উত্তোলন হওয়া বালির নিচে তারা চাপা পড়ে। ইফতারের সময় দুজনের পরিবার তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে করতোয়া নদী খনন করা বালিতে খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের সহযোগিতায় নদীর কিনার থেকে তাদের দুজনের মৃত দেহ উদ্ধার করে।
আরও পড়ুন: কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মেদ বালি চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ বছর আগে
করতোয়া নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে রবিবার দুপুরে এক সার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
পঞ্চগড়ে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র সৌরভ হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু
পঞ্চগড় সদরে করতোয়া নদীতে পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
করতোয়া নদীতে ভাসছে টাকা!
বগুড়া, ১৫ অক্টোবর (ইউএনবি)- বগুড়া শহরের চেলোপাড়া রেলসেতু সংলগ্ন করতোয়া নদীতে সোমবার রাতে টাকা ভাসছে এমন খবর পাওয়া যায়।
৫ বছর আগে