খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ব্রিজের উপর ও নদীর পাড়ে ভিড় করতে থাকেন। কেউ কেউ নদীতে ঝাঁপিয়ে পড়ে টাকা সংগ্রহও করেন।
জানা যায়, সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নদীর রেলসেতু ও ফতেহআলী সেতুর মাঝামাঝিতে এলাকার এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষ নদীতে নেমে টাকা সংগ্রহ করেন। তবে কে কত টাকা পেয়েছেন তার সঠিক হিসাব জানা যায়নি।
শহরের নারুলী এলাকার মোশারফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর শুনে নদীর পানিতে নেমে তিনি সাড়ে ৩ হাজার টাকা পেয়েছেন।
উত্তর চেলোপাড়ার চন্দন নামের অপর এক ব্যক্তি জানান, পানিতে টাকা ভেসে থাকা প্রথমে দেখেছেন উত্তর চেলোপাড়ার কাইল্যা নামের এক ব্যক্তি। প্রথমে সে নদী থেকে টাকা সংগ্রহ করে চলে যায়।
স্থানীয়রা জানান, নদীতে কে বা কারা টাকা ফেলে গেছে তারা কিছুই জানেন না। তবে সেখান থেকে প্রায় সাড়ে সাত হাজার টাকা সংগ্রহ করেছেন কয়েকজন এমন খবর তারা লোকমুখে জানতে পেরেছেন।
বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, হয়তো কারো কাছে থেকে অসাবধানতাবশত টাকাগুলো নদীতে পড়ে যেয়ে থাকতে পারে।