সরকারি অনুদান
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানে আরও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
সোমবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে গঠিত ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’- এর সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, অনুদানে চলচ্চিত্র নির্মাণে সরকার আরও পেশাদারিত্ব নিশ্চিত করতে চায়। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় যাতে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া যায় সে ব্যাপারে সরকার সচেষ্ট।
আরও পড়ুন: গাজায় মানবিকতা পরাজিত হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা যাতে অনুদানের জন্য বাছাই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে সরকার সেটাও নিশ্চিত করতে চায়। সরকারি অনুদানে যেন রুচিশীল ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করা যায় সেটাই সরকারের লক্ষ্য।
মত বিনিময়কালে প্রতিমন্ত্রী ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির’ সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী বলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি প্রাপ্ত প্যাকেজ প্রস্তাবগুলো বাছাই করে গুণগতমানের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে।
তিনি আরও বলেন, সংক্ষিপ্ত তালিকায় থাকা অনুদান প্রত্যাশীরা বাছাই কমিটির সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ সদস্যদের সামনে উপস্থাপনা প্রদান করবেন।
উপস্থাপনার ভিত্তিতে বাছাই কমিটির সদস্যরা নির্ধারিত ক্ষেত্রে নম্বর দিয়ে আরও সংক্ষিপ্ত তালিকা তৈরির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সুপারিশ করবে। এ সময় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না: তথ্য প্রতিমন্ত্রী
অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক: তথ্য প্রতিমন্ত্রী
৯ মাস আগে
সরকারি অনুদানের প্রথম কিস্তি পেলেন শাকিব খান
প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। দেশে আসার পর জানালেন শিগগিরই আসছে নতুন চমক। তার কিছুটা আভাস পাওয়া গেল ২১ আগস্ট (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তার উপস্থিতি দেখে।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। এই নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অনুদানের প্রথম কিস্তির চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই তারকা।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মন্ত্রণালয়ে আলাপকালের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
শাকিব খানের দীর্ঘদিন দেশে না থাকার কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা। সেই কাজ সম্পন্ন করে ফিরেছেন তিনি। আর এই তারকার দেশে ফেরাকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
ওদিকে, যুক্তরাষ্ট্রে তিনি একটি সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়ে এসেছেন। ‘রাজকুমার’ শিরোনামে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে দেখা যাবে শাকিবের বিপরীতে।
পড়ুন: ৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
২ বছর আগে
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
এবার ঈদের শাকিব খান অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে সেই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচলো নিউইয়র্কে এই ঢালিউড তারকার ‘গলুই’ মুক্তি দিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।
আজ (১৫ জুলাই) থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলবে ‘গলুই’। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো দেখানো হবে। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক। অন্যদিকে সিনেমার পরিচালক এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
যুক্তরাষ্ট্রে ‘গলুই’ পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। এর ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, যুক্তরাষ্ট্রে শাকিবের অনেক ভক্ত অনুরাগী রয়েছেন, কিন্তু এর আগে এখানে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন।
সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও পূজা চেরী। এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
পড়ুন: মেহজাবিন 'আ্যম্বুলেন্স চালক'!
রোমাঞ্চকর রহস্য ও ভৌতিক গল্প শোনার কিছু বাংলা ইউটিউব চ্যানেল
২ বছর আগে
১২ কোটি ১৫ লাখ টাকা সরকারি অনুদান পেল ১৯ চলচ্চিত্র
২০২১-২২ অর্থবছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এবারের অনুদানের তালিকায় রয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ১০টি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি পাচ্ছে ৬৫ লাখ টাকা। এছাড়া ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সর্বোচ্চ ৭৫ লাখ পেয়েছেন।
অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকা, জয় বাংলার ধ্বনি (মুক্তিযুদ্ধভিত্তিক), একাত্তর-করতলে ছিন্নমাথা (মুক্তিযুদ্ধভিত্তিক), যাপিত জীবন, যুদ্ধ জীবন, বনলতা সেন, অতঃপর রোকেয়া, ১৯৬৯, বঙ্গবন্ধুর রেণু, ডোডোর গল্প, বকুল কথা, আর্জি, এই তো জীবন, আহারে জীবন, অন্তরখোলা, ভাষার জন্য মমতাজ, লাল শাড়ি, বিচারালয়, মায়া, মুক্তির ছোটগল্প।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য শাখায় অনুদান পেয়েছে একটি ভোরের অপেক্ষায় (চলচ্চিত্র), লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান (প্রামাণ্যচিত্র), জল তরঙ্গের গান (প্রামাণ্যচিত্র), অ্যাথলেট সুলতানা কামাল (চলচ্চিত্র), বাকিটা ইতিহাস (চলচ্চিত্র), বামাদেশ (চলচ্চিত্র)।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
পড়ুন: অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
২ বছর আগে
মেহেরপুরে সাজাভোগের পর কারামুক্ত আসামিকে সরকারি অনুদান
দীর্ঘ ১৫ বছর সাজাভোগের পর কারাগার থেকে মুক্তিলাভ করা এক ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
৪ বছর আগে
মহারাষ্ট্রের শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হলেন মনজুরুল ইসলাম মেঘ
ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরাঙ্গবাদে অনুষ্টিতব্য রোশানী ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হয়েছেন বাংলাদেশ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানপ্রাপ্ত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
৪ বছর আগে