২০২১-২২ অর্থবছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এবারের অনুদানের তালিকায় রয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ১০টি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি পাচ্ছে ৬৫ লাখ টাকা। এছাড়া ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সর্বোচ্চ ৭৫ লাখ পেয়েছেন।
অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকা, জয় বাংলার ধ্বনি (মুক্তিযুদ্ধভিত্তিক), একাত্তর-করতলে ছিন্নমাথা (মুক্তিযুদ্ধভিত্তিক), যাপিত জীবন, যুদ্ধ জীবন, বনলতা সেন, অতঃপর রোকেয়া, ১৯৬৯, বঙ্গবন্ধুর রেণু, ডোডোর গল্প, বকুল কথা, আর্জি, এই তো জীবন, আহারে জীবন, অন্তরখোলা, ভাষার জন্য মমতাজ, লাল শাড়ি, বিচারালয়, মায়া, মুক্তির ছোটগল্প।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য শাখায় অনুদান পেয়েছে একটি ভোরের অপেক্ষায় (চলচ্চিত্র), লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান (প্রামাণ্যচিত্র), জল তরঙ্গের গান (প্রামাণ্যচিত্র), অ্যাথলেট সুলতানা কামাল (চলচ্চিত্র), বাকিটা ইতিহাস (চলচ্চিত্র), বামাদেশ (চলচ্চিত্র)।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।