হিলি সীমান্ত
চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে কঠোর নজরদারি বিজিবির
হিলি ও আশপাশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন থেকে আগামী ১৫ দিন এই নজরদারি করা হবে। এছাড়া টহল জোরদার সহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, চামড়া আমাদের দেশের সম্পদ। বাংলাদেশের চেয়ে ভারতে পশুর চামড়ার দাম তুলনামূলক বেশি। একারণে ভারতে চামড়া পাচারের সম্ভাবনা থাকে। কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবেই ভারতে পাচার হতে না পারে, সে জন্য জয়পুরহাট-২০ বিজিবি নিয়ন্ত্রণাধীন ৪১ কিলোমিটারের মধ্যে জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি সীমান্তের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও অরক্ষিত এলাকাসহ সীমান্ত জুড়ে বিশেষ সর্তকতা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে কোরবানরি পশুর চামড়া জমায়েত হওয়ার স্থানগুলোতে সাদা পোশাকে নিজস্ব গোয়ন্দো সদস্যরা নজরদারি করবে।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে এবার সীমান্ত দিয়ে দেশে একটিও ভারতীয় গরু আসতে দেওয়া হয়নি। এব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিজিবির কঠোর ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে।
ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রতিটি বিওপি ক্যাম্পে নির্দেশনা দিয়ে বলা হয়েছে সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি ও পর্যবেক্ষণ করার জন্য। যাতে দিনে কিংবা রাতে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হয়, সেজন্য বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকদের মধ্যে সংঘর্ষ, আধাবেলা পর আমদানি-রপ্তানি শুরু
হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
১ বছর আগে
হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়
দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফের সদস্যরা।
আজ শনিবার সকাল ১০ টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি ও বিএসএফ জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেজন্যই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে।
আরও পড়ুন: সংসদ চত্বরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
সিলেটের শাহী ঈদগাহে লাখো মানুষের ঈদের নামাজ আদায়
১ বছর আগে
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর লাশ চার দিন পর সোমবার সন্ধ্যায় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম।
আরও পড়ুন: জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
এসময় সেখানে বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, নিহতের বাবা ও অন্যান্য স্বজনেরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, সোমবার সন্ধ্যা ৬টায় ভারতের হিলি থানার এসআই প্রিতম সিং আমাদের কাছে বাবুর লাশ হস্তান্তর করেন। এসময় কিছু আনুষ্ঠানিকতা শেষে বাবুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।
এদিকে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হিলি সীমান্তের ধরন্দা এলাকা দিয়ে ভুলবশত ভারতের কুণ্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু।
এসময় হিলি বিওপির বিএসএফ সদস্যরা বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বাবু। অবশেষে চারদিন পর সোমবার বাবুর লাশ নিজ দেশে পাঠানো হয়।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: ৪দিন পর আজ লাশ হস্তান্তর
নেপালে বিমান দুর্ঘটনা: ৬০ জনের লাশ হস্তান্তর
১ বছর আগে
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: ৪দিন পর আজ লাশ হস্তান্তর
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ চারদিনের মাথায় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।
সোমবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রফিকুল ইসলাম।
নিহত সাহাবুল হোসেন বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশদিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু। এসময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবু।
সোমবার ৪ দিন পর বিকাল সাড়ে ৪টায় হিলি চেকপোস্ট দিয়ে নিহত বাবুর লাশ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তেরপুলিশ বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
হিলি স্থলবন্দরে ১৮ বছর পড়ে থাকা ৫০ ট্রাক পণ্য ধ্বংস
১ বছর আগে
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশি স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুল হোসেন বাবু (২৪) হাকিমপুরের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে ১৮ বছর পড়ে থাকা ৫০ ট্রাক পণ্য ধ্বংস
হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ঘটনাটি আমাকে জানালে আমি ভারতে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে। সে বাংলাদেশের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে শাহাবুল।
২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের পক্ষ থেকে এখনও লাশ হস্তান্তর করা হয়নি।
শিগগিরই এ বিষয়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: হিলি ও লালমনিরহাটের রেল ও সড়ক পথ ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারত: রেলমন্ত্রী
১ বছর আগে
পেপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
দিনাজপুরের হিলি সীমান্ত ও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে রেড এলার্ট জারী করা হয়েছে। ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ায় বর্ডার গার্ড বাংলাদশে (বিজিবি) এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
হিলি ইমিগ্রেশন সুত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান (২৪)ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪) তাদের সহযোগীরা রবিবার ঢাকার আদালত চত্বরে পুলিশের চোখে পেপার স্প্রে ছিটিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা যাতে কোনভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য হিলি সীমান্ত ও হিলি চেকপোস্টে বাড়তি সতর্কত নেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বাসচাপায় সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু
জানা গেছে, জঙ্গি মইনুল হাসান সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। আর অপর জঙ্গি আবু সিদ্দিক লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, রবিবার বিকালে ঊদ্ধর্তন কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশনা আমাদের কাছে এসে পৌঁছেছে। তারা যেন কোনভাবেই এই পথ দিয়ে ভারতে যেতে না পারে এবিষয়ে আমরা কঠোর সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যেই ওই নামগুলি ব্লক করে দিয়েছি ওই নামে কোন ব্যক্তি এই পথ দিয়ে যেতে চাইলেই সে ধরা পড়ে যাবে।
এদিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি স্পেশাল নির্দেশনা আমরা পেয়েছি। সেই মোতাবেক আমরা সীমান্তে কার্যকরী ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যেই সীমান্ত এলাকায় অবস্থিত আমার অধিনস্থ সকল বিওপি গুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
একইভাবে হিলি আইসিপি চেকপোস্টে সতর্ক থাকতে বলেছি। সেই সঙ্গে সীমান্তে বিজিবির পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে। যাতে করে শুধুমাত্র ওই দুইজন ব্যক্তি কেন অন্য কোন ব্যক্তিই যেন কোনভাবেই অবৈধপথে সীমান্ত অতিক্রম করতে না পারে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফুল ব্যবসায়ীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
২ বছর আগে
হিলি থেকে গ্রেপ্তার জেল পালানো আসামি
দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার হাজতখানা থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জেলার হিলি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পলাতক আসামি মোকারুল ইসলাম (৩০) পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম জানান, গত মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় দুটি চুরি মামলার ওরেন্টভুক্ত আসামি মোকারুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ওইদিন রাতে থানার হাজতের জানালার গ্রীল কেটে পালিয়ে যায় সে। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীর সার্কেলের নেতৃত্বে ও হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় সন্ধ্যায় হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে রাজধানীতে যুবক গ্রেপ্তার
৩ বছর আগে
ভারতে চামড়া পাচাররোধে হিলি সীমান্তে সতর্কতা
কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কাবস্থা জারি করা হয়েছে। ঈদের দিন থেকে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নজরদারি করবেন।
সোমবার রাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল ইসলাম জানান, হিলি সীমান্তসহ জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনে ৪১ কিলোমিটার সীমান্তের মধ্যে ২২ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেয়া রয়েছে। বাকি ১৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নেই। তাই ওইসব এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারের আশঙ্কা থাকে। একারণে বিজিবি টহল জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন: ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ
তিনি বলেন, এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের বিভিন্ন পয়েন্ট মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা কাজ শুরু করেছেন। যাতে কেউ সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার করতে না পারে।
পড়ুন: হিলি দিয়ে সপ্তাহে ৩ দিন ভারতে যাতায়াতের সিদ্ধান্ত
কঠোর লকডাউনে স্বাভাবিক হিলি স্থলবন্দরের কার্যক্রম
পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এই নজরদারি বলবত থাকবে বলে জানান তিনি।
৩ বছর আগে
এবার হিলি সীমান্তে হচ্ছে না দুই বাংলার মিলন মেলা
দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য আঙিনায় রবিবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কোনো অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে কৃর্তপক্ষ। করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩ বছর আগে
হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার গুলি উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ৪০ হাজার পিস এয়ার রাইফেলের গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৩ বছর আগে