ভ্যান চালকের মৃত্যু
নাটোরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় আব্দুস সামাদ নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ (৪০) উপজেলার বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে চালক আব্দুস সামাদ রাস্তায় ছিটকে পড়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এসআই।
১ মাস আগে
করোনায় মেহেরপুরে ভ্যান চালকের মৃত্যু
করোনায় মেহেরপুরের গাংনী উপজেলায় রবিবার সকালে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে