মৃত সাদেক আলী (৫৫) উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি কোভিড ১৯ পজিটিভ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রতিবেশী আব্বাস আলী জানান, সর্দি, জ্বরসহ শারীরিক অন্যান্য অসুবিধার কারণে তিনি নমুনা দিয়েছিলেন। দুই সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হন সাদেক আলী। নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুদিন আগে থেকেই তার জ্বর সেরে যায়। কিন্তু শনিবার থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয় এবং রবিবার সকালে তিনি মারা যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম জানান, সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে দাফন-কাফন করার জন্য উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম শাহিন শাহনেওয়াজ জানান, দ্রæততম সময়ের মধ্যেই তার দাফন সম্পন্ন করানো হবে।
এদিকে, মেহেরপুরের সিভিল সার্জন ডা নাসির উদ্দিন জানান, শনিবার কুষ্টিয়া ল্যাব থেকে ফলাফল এসেছে ১৬টি যার মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সভিল সার্জন জানান, এ পর্যন্ত ২৭৯৮ টি নমুনা পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২৬২৬টি। তার মধ্যে পজিটিভ ২৫৭টি। মারা গেছেন ৯ জন এবং সুস্থ হয়েছেন ১৩৩ জন।