ঈদ যাত্রা
পরিবহনে ডাকাতি বন্ধে যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদ যাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই সব যাত্রীর ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আমরা এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা বসেছিলাম। গতবার নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরেছে। এটা আপনারাও প্রচার করেছেন। আমরা আশা করছি, এবারে ঈদ যাত্রাও নির্বিঘ্ন হবে।’
‘গতবার তারা যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়ায় নিয়েছিল। কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়নি। এবার যেন আসা-যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয় সেজন্যই আমরা বসেছিলাম। মালিকপক্ষ সম্মত হয়েছে সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না,’ বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা অনেক সময় দেখেছি, ঈদের মৌসুমে যে সমস্ত ড্রাইভার দক্ষ না, তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদেরকে বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটেতে পারে।
আরও পড়ুন: টিকিটের কালোবাজারি রোধে বড় বড় রেলস্টেশনে দুদকের অভিযান
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষে টপেজ পর্যন্ত যারা উঠবেন, সবার ছবি নিতে হবে।
‘ধরেন আমিনবাজারে যাত্রী উঠানো বন্ধ হবে। সেখানেই সব যাত্রীদের ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস আছে সাভারেও যাত্রী ওঠায়। তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে,’ বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি আমার অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা থাকে, তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে।
১৮৬ দিন আগে
‘ঈদ যাত্রায় ভাড়া-গতি-যাত্রী অতিরিক্ত হলে এক লাখ টাকা জরিমানা’
ঈদ যাত্রায় ভাড়া, গতি ও যাত্রী অতিরিক্ত হলে এক লাখ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী নিলে এবং অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করতে হবে। কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করতে হবে। এজন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।’
তিনি আরও বলেন, ‘মহাসড়কের পাশে কোনো বাজার থাকবে না। আর মহাসড়কে কোনোভাবেই কোনো থ্রি হুইলার চলবে না।’
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক গণশুনানি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গায় ধান গবেষণা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
সচিব বলেন, “এবার মহাসড়কে থ্রি হুইলার চলবে না। এক্সপ্রেসওয়ে দ্রুত গতির সড়ক। এখানে কোনো ছোট গাড়ি ঢুকবে না। আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাদের সবার দায়িত্ব তাদের বাঁচিয়ে রাখা। একসময় আসবে আমাদের বিরুদ্ধে মামলা হবে ‘আপনি কেন ঠেকাননি’ এই বলে।”
আরও পড়ুন: ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
এ ছাড়া যাত্রীদের কষ্ট লাঘবে তিনি ফরিদপুর-ভাটিয়াপাড়া রুটে বিআরটিসির লোকাল বাস চালুরও নির্দেশ দেন তিনি।
সড়কপথে চাঁদাবাজি, অতিরিক্ত গতি, অতিরিক্ত ভাড়া নিলে, ফিটনেস না থাকলে, সড়কপথে চাঁদাবাজি হলে তথা যেকোনো অনিয়ম হলে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে সবাইকে তিনি অনুরোধ জানান।
তিনি বলেন, কোনোভাবেই বাস ভাড়া বাড়ানো যাবে না। জেলা প্রশাসকেরা বিষয়টি তদারকি করবেন। বাস মালিকেরা যেনো নিজেরা ভাড়া নির্ধারণ না করেন। এসি বাসের ভাড়া ঢাকা থেকে নির্ধারণ করা হবে। অনলাইনে সহজডটকম দ্বিগুণ ভাড়া নেয় বলেও তিনি মন্তব্য করেন।
এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের পাশে রেকার ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দেন সচিব।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সবসময় হাইওয়ের পাশে রাখবেন। এছাড়া সব হাসপাতালও চালু থাকবে। হাইওয়ের পাশে রেকার রাখতে হবে।
সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ৫ লাখ টাকা, অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও গুরুতর আহতকে ১ লাখ টাকা জরিমানা দিতে হয় উল্লেখ করে বলেন, আমরা এই ক্ষতিপূরণ আদায়ে তেমন আবেদন পাই না।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এই জরিমানা পরিশোধ করতে হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর-বরিশাল ও ফরিদপুর-বেনাপোল মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ চলছে। তখন যানজট কমে যাবে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিন আলম, ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলমসহ আরও অনেকে ছিলেন।
আরও পড়ুন: সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ: আইজিপি
৬১১ দিন আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে স্বস্তির ঈদ যাত্রা
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে স্বস্তির ঈদ যাত্রা চলছে। মঙ্গলবার সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত বাহন প্রাইভেটকার, মাইক্রোবাসের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের চাপও। তবে কোনো ধরনের অপেক্ষা ছাড়া ফেরিতে যানবাহনগুলো অনায়াসেই উঠে পড়ছে। যাত্রীরাও পার হচ্ছেন ভোগান্তি ছাড়া।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পদ্মাসেতু চালুর পর থেকে পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন চলাচল কমে গেছে। তবে ঈদে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। আর পাটুরিয়ার পাঁচটি ঘাটকে সংস্কার করে পুরোপুরি সচল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ জানান, যাত্রীর অতিরিক্ত চাপের কারণে কর্তৃপক্ষ ওপার থেকে খালি ফেরি এনে যাত্রী পারাপার করছেন।
আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত, আহত ৪৫৪: আরএসএফ
আজ থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধের ঘোষণা থাকলেও যানজট না থাকায় কর্তৃপক্ষ ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে।
এদিকে, অনায়াসে গুরুবাহি ট্রাক পারাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান।
কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় সে ব্যাপারে সড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: এবারের ঈদ যাত্রায় কোনো ভোগান্তি নেই: কাদের
ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
৮৯৩ দিন আগে
এবারের ঈদ যাত্রায় কোনো ভোগান্তি নেই: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা যানজট ও জনদুর্ভোগমুক্ত হয়েছে।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর বিমানবন্দরে নির্মিত ওভারপাস পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফিরতি ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বছর ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চে যাত্রীদের কোনো ভোগান্তি নেই।
তরুণদের সুবিধার্থে সরকার পদ্মা সেতু মোটরসাইকেলের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে: ওবায়দুল কাদের
আ.লীগ যতদিন থাকবে পহেলা বৈশাখ ততদিন উদযাপন করবে: কাদের
৯৬০ দিন আগে
ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
তিনি আরও বলেন, ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে যথাক্রমে ৭, ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল এবং ফিরতি টিকিট কাটা যাবে ১৫ এপ্রিল থেকে।
মন্ত্রী জানান, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৫ চলবে চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ঈদ স্পেশাল-৮ চলবে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে সিলেট-চাঁদপুর-সিলেট রুটে। এই ট্রেন গুলো ঈদ স্পেশাল ট্রেন ঈদের পূর্বে চারদিন এবং ঈদের পরের দিন হতে পরবর্তী পাঁচদিন চলাচল করবে।
আরও পড়ুন: ঢাকায় রমজানে কম দামে মাংস-ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও ১২ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার (শোলাকিয়া ঈদ স্পেশাল) রুটে। সোলাকিয়া ঈদ স্পেশাল-১৩-১৪ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ময়মনসিংহ (শোলাকিয়া ঈদ স্পেশাল) রুটে। এই ট্রেন গুলো ঈদ স্পেশাল শুধুমাত্র পবিত্র ঈদের দিন চলাচল করবে।
ঈদ স্পেশাল-১ ও ২ চলবে বী.মু.সি.ই-জয়দেবপুর-বী.মু.সি.ই রুটে, ঈদ স্পেশাল-১৫ ও ১৬ চলবে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে। ১৮-২০ এপ্রিল তিনদিন এবং ঈদের পরে ২৪ ও ২৫ এপ্রিল দুইদিন চলাচল করবে।
আরও পড়ুন: পর্যাপ্ত মজুদ আছে, রমজানে দাম বাড়ানোর সুযোগ নেই: টিপু মুনশি
৯৯০ দিন আগে
সিলেটে বাস উল্টে ৩০ যাত্রী আহত
ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে সিলেটে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছে।
পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩
ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু
১২৪৭ দিন আগে
সুব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদ যাত্রা হয়েছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদ যাত্রা হয়েছে।
তিনি বলেন, সরকারের সুব্যবস্থাপনায় এই বছর মানুষের নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে, এর পাশাপাশি দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে।
ঈদের দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজগ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: মুহিতের মৃত্যু দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা প্রাজ্ঞপ্রাণের প্রস্থান: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'সারাদেশে মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালোভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। সেকারণে স্রষ্টার কৃপায় এই বছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একইসাথে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে সেজন্যও প্রশাসন সতর্ক ছিল।'
বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যেটি অন্যায় এবং ইসলামের রীতিনীতি ও বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।'
আরও পড়ুন: শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত: তথ্যমন্ত্রী
এসময় সবার সুন্দর জীবন কামনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক -মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। একই সঙ্গে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।'
ঈদের জামাত শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১৩১২ দিন আগে
ঈদ যাত্রার সড়ক দুর্ঘটনায় নিহত ২৪২, আহত ৩৩১
পবিত্র ঈদুল আজহায় সীমিত আকারে যাতায়াত হলেও সড়ক দুর্ঘটনায় ২৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
১৯৪৫ দিন আগে