ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে সিলেটে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছে।