জাতীয় পুরস্কার জয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফরিদ আহমেদ এবং তার স্ত্রী করোনা পজিটিভ ধরা পরার পর ২৫ মার্চ চিকিৎসার জন্য প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ফরিদ আহমেদের অবস্থার অবনতি ১১ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। করোনার পাশাপাশি তিনি কিডনি এবং ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
ফরিদ আহমেদের মেয়ে দুর্দানা ফরিদ জানান, আজ (মঙ্গলবার) বিকালে আসর নামাজে পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কলাবাগান ল’ কলেজের মাঠে। জানাজা শেষে তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
আরও পড়ুন: করোনায় এনটিভির যুগ্ম বার্তা সম্পাদকের মৃত্যু
গুণী এই সংগীত পরিচালক ২০১৭ সালে ‘তুমি রবে নিরবে’ চলচিত্রে সংগীত পরিচালনার জন্য পান জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আবহ সংগীত ‘কেউ কেউ অবিরাম চুপি’। এছাড়াও চ্যানেল-আই এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এবং সেরা কণ্ঠের আবহ সংগীত পরিচালনার কাজও তার করা।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন