বৈরুত
বৈরুতের কেন্দস্থলে ইসরায়েলি হামলায় নিহত ২০
যুদ্ধ বিরতির কূটনৈতিক আলোচনার মধ্যে পূর্ব সতর্কতা ছাড়াই লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
শনিবার(২৩ নভেম্বর) এই হামলা চালানো হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৬৬ জন আহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মধ্য বৈরুতে চতুর্থ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটল।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে চলা পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি চুক্তির জন্য মার্কিন দূত আমোস হোচস্টেইন ওই অঞ্চল সফর করার পর এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই লড়াইয়ে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বা লেবাননের জনসংখ্যার এক চতুর্থাংশ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বোমা হামলা ও লড়াইয়ে প্রায় ৯০ জন সৈন্য ও প্রায় ৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
আটতলা ভবন ধ্বংস
শনিবার ভোর ৪টার ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের কেন্দ্রস্থলের একটি আটতলা ভবন ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর আইনপ্রণেতা আমিন শিরি বলেন, হিজবুল্লাহর কোনো কর্মকর্তা ভেতরে ছিলেন না। হামলায় আশপাশের কয়েকটি ভবনের সম্মুখভাগ ধসে যায় এবং গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
লেবাননের সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওয়ালিদ আল-হাশাশ বলেন, 'এলাকাটি আবাসিক, খুব ঘেষাঘেষি ও জনাকীর্ণ ভবন এবং সরু রাস্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।’
আরও পড়ুন: লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
ইসরায়েলের সামরিক বাহিনী হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারও লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ারে ড্রোন হামলায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
সোর এলাকার ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর মুখপাত্র মোহাম্মদ বিকাই বলেন, নিহতরা নিকটবর্তী আল-রশিদিহ শিবির থেকে আসা ফিলিস্তিনি শরণার্থী এবং তারা মাছ ধরতে বেরিয়েছিলেন।
বিকাই বলেন, গত মাসে লেবাননের দক্ষিণ উপকূল এড়িয়ে চলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কতা সত্ত্বেও, ‘আপনারা এমন কাউকে বলতে পারেন না যে, খাওয়ার প্রয়োজনেও আপনি মাছ ধরতে পারবেন না।’
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর শমুস্তারে চার শিশুসহ আটজন, দক্ষিণাঞ্চলীয় রুমিন গ্রামে আরও পাঁচজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় বুদাই গ্রামে আরও পাঁচজন নিহত হয়েছে।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালকসহ নিহত ৬
৪ সপ্তাহ আগে
লেবাননে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের হামলা
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আর্থিক প্রতিষ্ঠান আল কার্দ আল হাসানের শাখাগুলোতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় আল-জাদিদ টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণে চিয়াহতে ওই আর্থিক প্রতিষ্ঠানের শাখায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দিনের শুরুতেই ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি হুমকি দিয়ে জানিয়েছিলেন, হিজবুল্লাহর আর্থিক ব্যবস্থার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৪৪৮
এক প্রেস ব্রিফিংয়ে হাগারি বলেন, 'আমরা শিগগিরই অনেকগুলো লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’
তিনি আরও বলেন, হিজবুল্লাহকে আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে চালানো অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে জানায়, তারা হিজবুল্লাহর অর্থের উৎসগুলো ধ্বংস করে দিতে চায়। এজন্য আল কার্দ আল হাসান অ্যাসোসিয়েশনে ওপর হামলা চালানো হবে। কয়েক ঘণ্টার মধ্যে এ স্থাপনা ত্যাগ করতে এবং এর থেকে ‘কমপক্ষে ৫০০ মিটার’ দূরে চলে যেতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে আল কার্দ আল হাসান নামে এই আর্থিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে, বিশেষ করে দক্ষিণ বৈরুতে যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।
আরও পড়ুন: বৈরুতে বিমান হামলায় নিহত ২২, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপরও ইসরায়েলের গুলি
২ মাস আগে
বৈরুত থেকে দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি
লেবাননের বৈরুত থেকে বুধবার দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি নাগরিক।
৪ বছর আগে
লেবাননের আরেক মন্ত্রীর পদত্যাগ
বৈরুত বিস্ফোরণের ঘটনায় লেবাননের জনগণের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ায় পদত্যাগ করেছেন দেশটির পরিবেশমন্ত্রী খাত্তার ডেমিয়ানোস।
৪ বছর আগে