লেবাননে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ তাদের বৈরুত থেকে ফিরিয়ে এনেছে।
বিমান বাহিনীর ১২ সদস্যের সমন্বয়ে এ মিশনে গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী নেতৃত্ব দেন বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের প্রয়োজনীয় দিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হয়।
ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বৈরুতের বাসিন্দাদের জন্য বন্ধুত্বের নির্দশন হিসেবে জরুরি সহায়তা পাঠায় বাংলাদেশ। এসব নিয়ে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান রবিবার রওনা দেয়।
সহায়তার মাঝে নয় টন খাবার এবং দুই টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আইএসপিআর জানায়, বন্ধুপ্রতিম দেশগুলোতে সংঘটিত যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায়, বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনীর জাহাজের বাস্তব অবস্থা নিরূপণের জন্য একটি কারিগরি মূল্যায়নকারী দলকে বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে গত রবিবার লেবাননে পাঠানো হয়।
বিমানটি ফিরতি পথে বৈরুত থেকে ৭১ প্রবাসী বাংলদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে। এর ফলে লেবাননের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।