অকৃত্রিম বন্ধু
শিনজো আবে ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: জিএম কাদের
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু।’
জাতীয় পার্টির প্রধান বলেন, আবের নেতৃত্বে জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হয়ে উঠেছিল।
সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, বাংলাদেশের এমন একজন অকৃত্রিম বন্ধুর মৃত্যুর সংবাদ মেনে নেয়া যায় না।
তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার নিন্দা জানান।
জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি জাপানের শোকসন্তপ্ত জনগণের প্রতিও সমবেদনা জানান।
এদিকে, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও শিনজো আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার জাপানে এক প্রচারণায় বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ৬৭ বছর বয়সী শিনজো আবে।
আবের ওপর হামলা ও তার পরবর্তী মৃত্যু গোটা বিশ্বকে শোকাহত করেছে।
শিনজো আবের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ আজ (৯ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন করছে।
পড়ুন: আবের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ
শিনজো আবেকে গুলি করে হত্যা, বিশ্বনেতাদের নিন্দা
২ বছর আগে
প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করলেন মোমেন ও শাহরিয়ার
করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর দ্রুত আরোগ্য কামনা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে