নিখোঁজ যুবক
সিদ্ধিরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের চার দিন পর মো. মহসিন (৩৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (১ জুন) ভোরে সিআই খোলা মোড় এলাকায় ডিএনডি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি তিন দিন ধরে লেকে পড়েছিল বলে পুলিশ ধারণা।
নিহত যুবক সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ৫ নম্বর রোডের ভাঙারি ব্যবসায়ী মুজিবুরের ছেলে।
তার বড় ভাইয়ের স্ত্রী বলেন, মহসিনের সঙ্গে চার দিন আগে তার শেষবারের মতো কথা হয়েছিল। এরপর থেকে মহসিন নিখোঁজ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোরে ডিএনডি লেকের পাড় থেকে পচা দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে তল্লাশি করে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি জানান, মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, লাশের সুরতহাল করে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরনের প্যান্টের পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেই লাইসেন্স দেখে পরিচয় জানা গেছে। লাশ উদ্ধারের পর তার বড় ভাইয়ের স্ত্রী এসে শনাক্ত করলে লাশটি ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
৫ মাস আগে
চুয়াডাঙ্গায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়ার একদিন পর মাথাভাঙ্গা নদী থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত টোকন আলী আলমডাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার অদুচ্ছ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: শ্বশুরবাড়ির টয়লেট থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর যুবকের লাশ উদ্ধার
হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল হক জানান, বুধবার দুপুর ১২টার দিকে ভাঁবাড়িয়া গ্রামের নদীর তীরে ঝোপের নিচে তাস খেলায় চারজনকে ধাওয়া করে তারা। চারজনের মধ্যে দুজনকে আটক করা হলেও বাকি দুজন নদীতে ঝাঁপ দেন।
আরও পড়ুন: দিনাজপুরে আবর্জনা থেকে নারীর লাশ উদ্ধার
এএসআই জানান, টোকন আলী নামে এক সবজি বিক্রেতা সাঁতার না জানার কারণে প্রবল জোয়ারে ভেসে যান। আর অন্য একজন সাঁতরে নিরাপদে স্থানে যেতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় লোকজন বুধবার নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সারাদিন তাকে খুঁজে পায়নি।
বেআইনি কিছু না পাওয়ায় আটক দুজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: যমুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
পরে বৃহস্পতিবার বিকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নতিডাঙ্গা ঘাট সংলগ্নের নদী থেকে নিখোঁজ যুবকের লাশটি উদ্ধার করে।
এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার আনিসুজ্জামান লালন।
২ বছর আগে
লালমনিরহাটে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পাটগ্রাম উপজেলায় সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৪ বছর আগে