তারেক মাসুদ
সড়ক দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানে রাষ্ট্রীয় তহবিল গঠনের দাবি
সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য রাষ্ট্রীয় তহবিল গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
শুক্রবার তারেক মাসুদ ও মিশুক মুনীরের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
রোড সেইফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে ব্লাস্ট জানায়, ২০১৯ থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সড়ক পথে অবহেলাজনিত দুর্ঘটনা ঘটেছে ১৮ হাজার ১৬৯টি। এর মধ্যে নিহত হয়েছেন ২০ হাজার ৯৭৪ জন এবং আহত হয়েছেন ২৮ হাজার ৫৮২ জন।
ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, ‘সড়ক নিরাপত্তার বিষয়ে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ গত দশ বছর হয়েছে। যেমন- নতুন আইন প্রণয়ন করা হয়েছে, ব্লাক স্পট নিয়ে অনেক কাজ হয়েছে, রাস্তা মেরামত হয়েছে। পাশাপাশি আদালত থেকেও আহত ব্যক্তিদের ক্ষেত্রে অনেক ক্ষতিপূরণের আদেশ হয়েছে। কিন্তু আমরা এখনও দেখি যেসব পরিবার ও ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বা শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা এবং যথার্থ ও দ্রুত ক্ষতিপূরণ প্রদানের কার্যকরী ব্যবস্থা দাঁড়াচ্ছে না।’
আরও পড়ুন: এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৭ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৯৮ জন নিহত
তারেক মাসুদের স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে হাইকোর্ট রায় দিয়েছে আমাদের ক্ষতিপূরণের মামলায়। সেখানে বাস ড্রাইভার, বাস কোম্পানি আর ইন্স্যুরেন্স কোম্পানিকে দায়ী করা হয়েছে সড়ক দুর্ঘটনার জন্য। যদিও এই ঐতিহাসিক রায় আমাদের পক্ষে এসেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোন ক্ষতিপূরণ পাইনি।’
২০১১ সালের ১৩ আগস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মিশুক মুনীর এবং তাদের তিনজন সহকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হন।
২ বছর আগে
ভাঙ্গায় তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামে তারেক মাসুদ ও বাংলাদেশ ফিল্ম সোসাইটির আয়োজনে গুণী এই নির্মাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধায় জানায় বিভিন্ন সামাজিক সংগঠন।
এর আগে তারেক মাসুদের সমাধিতে তার মা নুরুন্নাহার মাসুদ, স্ত্রী ক্যাথিরিন মাসুদসহ ঢাকা চলচ্চিত্র সভা, এশীয় শিল্প ও সংস্কৃতি সভা, বাংলাদেশ শর্ট ফ্লিম ফোরাম, ভাঙ্গা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এ উপলক্ষে আয়োজিক এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রখ্যাত নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন বাচ্চু, জহিরুল ইসলাম কচি, রাশেদ চৌধুরী, জাহিদুর রহিম অঞ্জন, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রমুখ।
প্রয়াত এ নির্মাতা সস্পর্কে স্মৃতিচারণ করেন তারেক মাসুদের ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শিল্প নির্দেশক ঢালী আল মামুন, তারেকের সহধর্মিণী ক্যাথিরিন মাসুদ, শর্ট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, লেখক মফিজ ইমাম মিলন।
কবি চঞ্চল আশরাফের সঞ্চালনায় এ সময় তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী,বাবুল আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সাইদ মাসুদ প্রমুখ আরও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জুকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পড়ুন: তাজউদ্দীন আহমদ দেশের সবচেয়ে অন্ধকার সময়ে পাশে দাঁড়িয়েছিলেন: সিআরআই
নিউইয়র্কে প্রথম ইংরেজি মঞ্চ নাটকে তাসনুভা আনান
২ বছর আগে
ফরিদপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্যে দিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) এ উপলক্ষে তার নিজ জেলা ফরিদপুরের ভাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সংগঠন ও পারিবারিক আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।
তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে র গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার নূরপুরে সকাল সাড়ে ১০টায় তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতি কেন্দ্র। এরপর তারেক মাসুদের বাড়ির আঙ্গিনায় ‘তারেক মাসুদের জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা রুহুল আসলাম, উদীচী শিল্পগোষ্ঠীর মিয়া বেনজীর আহমেদ, শহীদুল ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: তারেক মাসুদ-মিশুক মুনিরের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
৩ বছর আগে
তারেক মাসুদ-মিশুক মুনিরের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার পালিত হচ্ছে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীর দশম মৃত্যুবার্ষিকী।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মুভিয়ানা ফিল্ম সোসাইটি, কথাপ্রকাশ এবং লাগভেলকিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভার্চুয়ালিভাবে এই দিবসটি পালন করছে।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং পাবলিশিং হাউস কথা প্রকাশ যৌথভাবে বৃহস্পতিবার রাতে একটি ভার্চুয়াল বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখার্জি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন যোগ দেন।
১৯৫৬ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ।
১৯৯১ সালে ‘আদম সুরত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তারেক মাসুদ। বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন তারেক মাসুদ। নির্মাণ করেছেন মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে, নরসুন্দরের মতো অসাধারণ কিছু সিনেমা।
জনপ্রিয় এই নির্মাতার অনবদ্য সৃষ্টি ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল। শৈশবে মাদ্রাসা পড়ার সময় নিজের অভিজ্ঞতার ওপর এটি নির্মাণ করেন তারেক। মাটির ময়না ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার জয় করে। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিপ্রাপ্ত পায় চলচ্চিত্রটি।
আরও পড়ুন: পরীমণি জেলে, জামিন নাকচ
শোক দিবসে বিটিভির অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’
প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্টে
৩ বছর আগে
তারেক মাসুদের নবম মৃত্যুবার্ষিকী আজ
নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের নবম মৃত্যুবার্ষিকী।
৪ বছর আগে