সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য রাষ্ট্রীয় তহবিল গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
শুক্রবার তারেক মাসুদ ও মিশুক মুনীরের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
রোড সেইফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে ব্লাস্ট জানায়, ২০১৯ থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সড়ক পথে অবহেলাজনিত দুর্ঘটনা ঘটেছে ১৮ হাজার ১৬৯টি। এর মধ্যে নিহত হয়েছেন ২০ হাজার ৯৭৪ জন এবং আহত হয়েছেন ২৮ হাজার ৫৮২ জন।
ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, ‘সড়ক নিরাপত্তার বিষয়ে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ গত দশ বছর হয়েছে। যেমন- নতুন আইন প্রণয়ন করা হয়েছে, ব্লাক স্পট নিয়ে অনেক কাজ হয়েছে, রাস্তা মেরামত হয়েছে। পাশাপাশি আদালত থেকেও আহত ব্যক্তিদের ক্ষেত্রে অনেক ক্ষতিপূরণের আদেশ হয়েছে। কিন্তু আমরা এখনও দেখি যেসব পরিবার ও ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বা শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা এবং যথার্থ ও দ্রুত ক্ষতিপূরণ প্রদানের কার্যকরী ব্যবস্থা দাঁড়াচ্ছে না।’
আরও পড়ুন: এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৭ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৯৮ জন নিহত
তারেক মাসুদের স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে হাইকোর্ট রায় দিয়েছে আমাদের ক্ষতিপূরণের মামলায়। সেখানে বাস ড্রাইভার, বাস কোম্পানি আর ইন্স্যুরেন্স কোম্পানিকে দায়ী করা হয়েছে সড়ক দুর্ঘটনার জন্য। যদিও এই ঐতিহাসিক রায় আমাদের পক্ষে এসেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোন ক্ষতিপূরণ পাইনি।’
২০১১ সালের ১৩ আগস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মিশুক মুনীর এবং তাদের তিনজন সহকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হন।