অজগর
রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো অজগর
দেশে বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব। গত কয়েক দিনে দেশজুড়ে আতঙ্ক ছাড়াচ্ছে এই সাপ। সাপের দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।
এদিকে, রাসেলস ভাইপারের আতঙ্কে প্রাণশঙ্কায় পড়েছে অন্যান্য প্রজাতির সাপও।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে রাসেলস ভাইপার মনে করে ৫ ফুট দৈর্ঘ্যের েএকটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।
আরও পড়ুন: বিষধর সাপ রাসেলস ভাইপার চেনার উপায় ও প্রয়োজনীয় সতর্কতা
উপজেলার পলাশ ইউনিয়নের আলীপুর গ্রামে রবিবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে যেসব সাপ দেখা যায়, সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার সবচেয়ে বিষাধর।
স্থানীয় এক জেলে বলেন, ‘প্রতিদিনের মতো মাছ ধরতে হাওরে জাল ফেলার পর উপরে উঠিয়ে দেখি, জালে একটি সাপ আটকা পড়েছে। পরে এলাকাবাসী সেটিকে রাসেলস ভাইপার মনে করে সাপটিকে মেরে ফেলে।’
মৃত সাপটি অজগর ছিল বলে জানান তিনি।
এদিকে স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর এই সাপটিকে রাসেলস ভাইপার হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করেন। এ ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
সচেতন মহল বলছে, সাপটি অজগর নাকি রাসেলস ভাইপার, আগে এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত গুজব ছড়ানো অপরাধ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘আলীপাড়ায় যে সাপটি মারা হয়েছে সেটি অজগর সাপ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার বানিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।’
তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ওসি শ্যামল বণিক।
কেউ যাতে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ায়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম।
আরও পড়ুন: নাটোরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পরিবারের
রাসেলস ভাইপার সাপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা
৪ মাস আগে
লালমনিরহাটে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রামে ধানখেত থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গন্ধমরু খামারটারী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ধানখেতে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড সেনাক রেসকিউ টিমের সদস্য রেসকিউয়ার ফুয়াদ আল মাসুদ অপু অজগর সাপটি উদ্ধার করেন।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে সাড়ে ১০ ফুট লম্বা অজগর অবমুক্ত
ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে সাপটি ধানখেত হয়ে বাংলাদেশ প্রবেশ করতে পারে বলে স্থানীয়দের ধারণা।
রেসকিউয়ার ফুয়াদ আল মাসুদ জানান, ৮ ফুট লম্বা অজগর সাপটির ওজন সাড়ে ৬ কেজি। সাপটিকে নিরাপদে রেখেছি। সাপটি লালমনিরহাট বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, অজগর সাপটি ভারতীয় হতে পারে, সীমান্ত পেরিয়ে এটি ঢুকে পড়ে এই লেকালয়ে। সাপটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। সুবিধামতো সময়ে অজগরটি এনে উপযোগী স্থানে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট লম্বা অজগর অবমুক্ত
১ বছর আগে
কাপ্তাই জাতীয় উদ্যানে সাড়ে ১০ ফুট লম্বা অজগর অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় প্রায় ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপটির ওজন প্রায় ১১ কেজি।
রাঙ্গামাটি জেলা ঊর্ধ্বতন বন কর্মকর্তার নির্দেশে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এই অজগরটি অবমুক্ত করেন।
রেঞ্জ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি বাসা থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।
পরে বিকাল ৩টায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অজগরটি অবমুক্ত করার সঙ্গে সঙ্গে গভীর জঙ্গলের দিকে চলে যায়।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট লম্বা অজগর অবমুক্ত
১ বছর আগে
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট লম্বা অজগর অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় উদ্যানের গভীর অরণ্যে সোমবার দুপুর ২টার দিকে প্রায় ১২ ফুট সাত ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। যার ওজন ১৫ কেজি।
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মো.রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন।
এসময়, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ,কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এর আগে গত রবিবার (২০ নভেম্বর) রাঙ্গামাটি জেলার টিটিসি প্রাঙ্গন থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়েছে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
চৌবাচ্চার মধ্যে বিরল প্রজাতির সজারু, বনে অবমুক্ত
বাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
২ বছর আগে
বাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের মোংলায় হাঁস-মুরগির খামার থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বন বিভাগের সদস্যরা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা-কাটাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের বাড়ির খামার থেকে ওই অজগর সাপটি উদ্ধার করেন।
জানা যায়, বুধবার রাতের কোন এক সময় অজগরটি খামারে ঢুকে পড়ে। উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বন কর্মকর্তা জানান, অজগরটির দৈর্ঘ্য ১৫ ফুট এবং ওজন ২৭ কেজি। পুরুষ প্রজাতির ওই অজগরটির বয়স ১০ থেকে ১২ বছর বলে মনে করা হচ্ছে।
খামারের মালিক রুহুল আমিন হাওলাদার জানান, ভোরে খামারে হাঁস-মুরগির ডাকাডাকির শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে যায়। খামারে গিয়ে দেখে একটি বিশাল সাইজের অজগর খামারের মধ্যে ঢুকে মুরগি ধরে খাচ্ছে। তিনটি মুরগি ও একটি হাঁস অজগর খেয়ে ফেলেছে। তিনি তাৎক্ষণিক ভাবে সুন্দরবন বিভাগকে ঘটনাটি জানান।
আরও পড়ুন:বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
সুন্দরবন পূর্ব বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান আলী জানান, খবর পেয়ে তারা ওই খামার থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসে। পরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বড়ইতলা এলাকায় অগরটি অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, সম্প্রতি সুন্দরবন সন্নিহিত গ্রাম থেকে প্রায় সময় বিভিন্ন ধরণের বণ্যপ্রাণী উদ্ধার করা হচ্ছে। সোমবার জিউধরা রাস্তার পাশ থেকে অসুস্থ অবস্থায় একটি ভুতুম প্যাঁচা উদ্ধার করে চিকিৎসা দেয়ার পর উড়িয়ে দেয়া হয়েছে। এর কয়েকদিন আগে বন সংলগ্ন এলাকা থেকে বানর, সজারু, তক্ক, সাপ এবং অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ছয়মাসে সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে অর্ধশতাধিক অজগর উদ্ধার করা হয়েছে। এসব অজগর সুন্দরবন ছেড়ে নদী-খাল পাড়ি দিয়ে বনসংলগ্ন লোকালয়ে যায়। তারা খবর পেয়ে অক্ষত অবস্থায় অজগরগুলোকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।
আরও পড়ুন:বাগেরহাটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
বাগেরহাটে হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
২ বছর আগে
বাগেরহাটে হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে বন সুরক্ষা বিষয়ক ভিটিআরটি ও সিপিজি কমিটির সদস্যরা উপজেলার সোনাতলা গ্রামের কৃষক বিল্লাল খানের বাড়ির হাঁসের ঘর থেকে অজগরটি উদ্ধার করে।
আরও পড়ুন:বাগেরহাটে সবজি খেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন ছেড়ে ভোলা নদী পাড়ি দিয়ে অজগরটি সোনাতলা গ্রামের ওই কৃষকের বাড়ির হাঁসের খোপে ঢুকে পড়ে। খবর পেয়ে ভিটিআরটি ও সিপিজি কমিটির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি জানান, গত ৬ মাসে সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে অর্ধশতাধিক অজগর উদ্ধার করা হয়েছে। এসব অজগর সুন্দরবন ছেড়ে নদী-খাল পাড়ি দিয়ে বনসংলগ্ন লোকালয়ে যায়।
তিনি আরও জানান, পরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় বন বিভাগ অজগরটি অবমুক্ত করে। অজগরটি ভোলা নদী পার হয়ে ওই বাড়িতে গিয়ে হাঁসের খোপে ঢুকে তিনটি হাঁস খেয়েছে। এছাড়া উদ্ধার করা অজগরটির ওজন ২০ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট। বয়স প্রায় ৬ বছর।
আরও পড়ুন:চট্টগ্রামে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার
রাঙ্গামাটিতে বিলুপ্তপ্রায় অজগর উদ্ধার বিজিবি’র
২ বছর আগে
চট্টগ্রামে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার
চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার অক্সিজেন এলাকা থেকে প্রায় ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সাপটিকে উদ্ধার করেছে ওয়াইল্ড লাইভ ক্রাইম কন্ট্রোল ইউনিট।
জানা যায়, ৯৯৯-এ ফোন করে মুন্না নামের একজন জানান, বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন রেলক্রসিং এলাকায় একটি অজগর সাপ্ পাওয়া গেছে। দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়া না হলে লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলতে পারে।
৯৯৯ এর কনস্টেবল অঞ্জন বড়ুয়া তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের ওয়াইল্ড লাইভ ক্রাইম কন্ট্রোল ইউনিটকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
ওয়াইল্ড লাইভ ক্রাইম কন্ট্রোল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এগারো ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে।
প্রাথমিক শুশ্রূষা শেষে সাপটিকে ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে তারা ৯৯৯-কে জানায়।
আরও পড়ুন: হাতীবান্ধায় ধানখেত থেকে অজগর সাপ উদ্ধার
সীতাকুণ্ড ইকোপার্কে অজগর সাপের বাচ্চা অবমুক্ত
রাঙ্গামাটিতে বিলুপ্তপ্রায় অজগর উদ্ধার বিজিবি’র
২ বছর আগে
হাতীবান্ধায় ধানখেত থেকে অজগর সাপ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধায় ধানখেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় কৃষকেরা।শনিবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার ধানখেত থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় ৮ফিট লম্বা বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় সুমন চন্দ্র বলেন, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে৷ বন বিভাগের লোক গিয়ে সাপ নিয়ে বনে ছেড়ে দিবেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বন বিভাগের লোক এলে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেয়া হবে।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে সাপ উপহার দিয়ে ধরা!
বরিশালে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
২ বছর আগে
রাঙ্গামাটিতে বিলুপ্তপ্রায় অজগর উদ্ধার বিজিবি’র
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিনা এলাকায় একটি বিলুপ্তপ্রায় অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার বিজিবি ছোটহরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা রবিবার ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঁচ ফুট লম্বা সাপটি উদ্ধার করে। সোমবার প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে জেলার স্থানীয় বরকল বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান জানান, উদ্ধারের পর এই বিপন্ন প্রাণীটিকে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রয়োজনীয় খাদ্য ও সেবা দেয়ার মাধ্যমে নিরাপদে সংরক্ষণ করা হয়। পরে সোমবার এটিকে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বরকল বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে সবজি খেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
অজগরটিকে উদ্ধার করায় বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা। উল্লেখ্য, উদ্ধার হওয়া অজগর সাপকে কাপ্তাই অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
ঐতিহ্যগতভাবে, বিজিবি সবসময় প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যথাযথ পরিচর্যা ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সীমান্ত এলাকায় উদ্ধারকৃত বন্যপ্রাণী সংরক্ষণ ও অবমুক্ত করার অনন্য নজির রয়েছে বিজিবির।
২ বছর আগে
বাগেরহাটে সবজি খেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় সবজি খেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার গাবতলা বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকার একটি সবজি খেত থেকে ওই অজগরটি উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার করা অজগরটি ১০ ফুট লম্বা এবং ওজন ১২ কেজি।
আরও পড়ুন: বরিশালে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
ওয়াইল্ড টিমের সদস্য মো. সোলায়মান জানান, তারা খবর পেয়ে গিয়ে দেখে সবজি খেত ঘিরে রাখা ইলিশ ধরা জাল বিশাল আকৃতির ওই অজগরটি জড়িয়ে আছে। অক্ষত অবস্থায় তারা অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে নিয়ে যায়। অজগরটি সুন্দরবন ছেড়ে বলেশ্বর নদ পাড়ি দিয়ে ওই সবজি খেতে ঢুকে পড়ে। মাঝে মধ্যে সুন্দরবন ছেড়ে অজগর বনসংলগ্ন লোকালয়ে চলে আসছে বলে তিনি জানান।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. সাদিক মাহমুদ সাংবাদিকদের জানান, উপজেলার স্লুইসগেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দোলেয়ার হোসেনের বাড়ির সবজি খেত ঘিরে রাখা জালে আটকা পড়ে অজগড়টি। খবর পেয়ে স্থানীয় ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় অজগরটিকে অবমুক্ত করা হয়েছে। খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন ছেড়ে লোকালয়ে গিয়েছিল বলে ওই বন কর্মকর্তা জানান।
আরও পড়ুন: শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
কাপ্তাইয়ে ১৫ ফুট দীর্ঘ অজগর উদ্ধারের পর অবমুক্ত
২ বছর আগে