পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ইসামত মালিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের তোজাম্মেল হকের দুই বছর বয়সী ছেলে মিয়া।
চেয়ারম্যান আমিনুর জামান রিংকু জানান, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতেই পাশে পুকুরে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ শিশুটিকে না দেখে শিশুর বাবা বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় তারা শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
আরও পড়ুন: চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৮ মাস আগে
সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের শাল্লায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) বিকালে উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু সূর্য্য দাস (২) একই গ্রামের সাধু দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ মে) বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের দিকে গিয়ে হঠাৎ পানিতে পরে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে না পেয়ে পরবর্তীতে পুকুরে নেমে পানির নীচে শিশুটির লাশ পায়ে লাগে। পরে লাশটি তুলে আনা হয়।
তাৎক্ষণিকভাবে ঘটনাটি শাল্লা থানা পুলিশকে অবহিত করা হয়।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন- চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৭) এবং একই গ্রামের নাইম হোসেনের ছেলে রিদয় (৮)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় নাহিদ ও রিদয়সহ আরও বেশ কিছু শিশু। গোসল করার মূহূর্তে হঠাৎ করেই পানিতে ডুবে যায় ওই দুই শিশু। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
সিলেটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)। তারা দু’জন সম্পর্কে একে অপরের খালাতো বোন। শিশু দুটির মধ্যে একজনের বাড়ি উপজেলার রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসেছিল দুই খালাতো বোন তাছকিয়া আক্তার ও ফাইজা আক্তার। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুর পারে খেলা করছিল। হঠাৎ দু’জন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাদেরকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠতে দেখেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঈনুদ্দিন জানান, ঈদে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল মাসহ ওই দুই খালাতো বোন। বৃহস্পতিবার দুপুরে তারা নানাবাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে খোঁজাখুঁজি করে পাননি। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
আরও পড়ুন: ঈদে নানাবাড়িতে এসে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
১ বছর আগে
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফাত (২) ওই গ্রামের প্রবাসী হাকিম বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিশুটির মা মিলা খাতুন বলেন, সকালে একবার পুকুরপাড়ে চলে গিয়েছিল আরাফাত। টের পেয়ে তিনি তাকে ফিরিয়ে আনেন। পরে উনার মা-বাবা বাড়িতে বেড়াতে আসলে তাদের নিয়ে ব্যস্ত হয়ে ছেলের খেয়াল হারিয়ে ফেলেন। আধা ঘণ্টা পরে খবর আসে বাড়ির আঙিনার ছোট পুকুরে আরাফাত ভাসছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২ বছর আগে
শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রুবাইয়া ওই গ্রামের শাকিব বিশ্বাসের মেয়ে।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মহসীন হোসেন জানান, সকাল ৮টার দিকে রুবাইয়া খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তাকে ভেঁসে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
৩ বছর আগে
ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলার লালমোহন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-উপজেলার লালমোহন ইউনিয়নের মো. শাহিনের ছেলে মো. সাইদ (৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে মীম (৪)।
আরও পড়ুন: বরিশালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজান মিয়া সাংবাদিকদের জানান, মীম ওই এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। সকালের দিকে মীম পার্শ্ববর্তী মো. শাহিনের সাথে বাড়ির দরজায় খেলতে যায়। এসময় তারা দু'জনই দরজার পুকুরে পড়ে যায়। পরে পরিবারে লোকজন বিভিন্নস্থানে খুঁজেও তাদের না পেয়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে ওই দুই শিশুকে। এরপর তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ বছর আগে
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরার মোহাম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে শনিবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত তামিম মোল্লা (৩) ওই গ্রামের শরিফুল মোল্লার ছেলে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসেন জানান, সকাল আনুমানিক ৮টার দিকে শিশুটি সকলের অগোচরে ঘরের বাইরে চলে যায়। কেউ কিছু টের পাবার আগেই সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায়।
আরও পড়ুন: ছোটমণি নিবাসে শিশু হত্যা: তদন্তে তিন সদস্যের কমিটি
এসময় নুরজাহান নামে স্থানীয় একজন খালের পাড়ে পাট জাগ দিতে গিয়ে শিশুটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় এক যুবক শিশুটিকে উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:বরিশালে মোবাইল চুরির দায়ে শিশুর চুল কাটার অভিযোগ
এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলার নকলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় রবিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে