বাইপাস
সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২
সাতক্ষীরায় ট্রাকচাপায় দুইজন মারা গেছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় পৌর শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফয়সাল (২৬) ও মো. সজীব(১৫) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা। নিহত ফয়সাল এক সন্তানের বাবা।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো.ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই র্যাবসহ নিহত ৩
২ বছর আগে
কুমিল্লায় পদুয়ার বাজারে ভয়ঙ্কর ইউটার্নে বাড়ছে দুর্ঘটনা
কুমিল্লা, ১৮ অক্টোবর (ইউএনবি)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত কুমিল্লার পদুয়ার বাজার বাইপাসের ইউটার্ন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। গত কিছুদিন আগে এক সপ্তাহের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায়ই বিভিন্ন দুর্ঘটনায় লোকজন আহত হচ্ছে।
৫ বছর আগে