সমন্বয়
প্রকল্পে অংশীদারদের মতামতের সমন্বয় জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই প্রকল্পের অ্যালাইনমেন্ট ও রেম্পের অবস্থান নির্ধারণে উদ্ভূত জটিলতা নিরসনে সকল অংশীদারদের মতামত এবং তা সমন্বয় জরুরি।
আরও পড়ুন: ষড়যন্ত্র রুখতে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
সোমবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভাকক্ষে ঢাকা মহানগরীতে চলমান সড়ক, রেল ও নৌপরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে সমন্বয়ের জন্য গঠিত কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন, সকল অংশীদার প্রতিষ্ঠানসমূহের সহযোগিতামূলক মতামতের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অসামঞ্জস্যগুলো সংশোধনের মাধ্যমে প্রকল্পটি জনবান্ধব ও রাজধানীর যানজট নিরসনে কাঙ্খিত ভূমিকা রাখবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মো. হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঁঞা।
আরও পড়ুন: শক্তিশালী কৃষি বাণিজ্যিকীকরণ অর্থনীতির অগ্রগতির জন্য অপরিহার্য: স্থানীয় সরকারমন্ত্রী
অগ্নিদুর্ঘটনা রোধে বিভিন্ন সংস্থার সমন্বয়ের সঙ্গে নাগরিক সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী
১ বছর আগে
বিদ্যুৎ ও বিদ্যুতের দামের মাসিক সমন্বয় নিয়ে সরকার ভাবছে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
সোমবার বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছি’।
তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: বিইআরসি খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে সিদ্ধান্তে বিলম্ব করলে, সরকার সিদ্ধান্ত নেবে: নসরুল হামিদ
তিনি বলেন,‘বিইআরসি তার নিজের কাজ করবে এবং তাদের সিদ্ধান্ত নেবে। আমরা বিইআরসি নিয়ম সংশোধন করেছি যাতে আমরা প্রতি মাসে দাম সমন্বয় করতে পারি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের প্রতিবেশি দেশগুলো মাসিক মূল্য সমন্বয় ব্যবস্থা চালু করেছে।’
তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে এবং মূল্যস্ফীতি বাড়ছে। ‘সুতরাং, আমাদের সামঞ্জস্যের দিকে যেতে হবে’।
তিনি বলেন, বিদ্যমান বিইআরসি আইন সংশোধনের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সরকার কর্তৃক সিদ্ধান্ত নেয়া।
তিনি আরও উল্লেখ করেছেন যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকি অব্যাহত থাকবে কারণ সাম্প্রতিক মূল্যবৃদ্ধি খাতের সম্পূর্ণ ক্ষতি পূরণ করবে না।
তিনি বলেন, দাম সমন্বয় করা গেলে অন্তত গ্যাস আমদানিতে আর্থিক ক্ষতির কারণে যে ব্যাকলগ তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আশা করছে গত গ্রীষ্মের মতো আগামী গ্রীষ্মে খুব বেশি লোডশেডিং হবে না।
এদিকে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনের সিএমসির সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিআরইসিএল) বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এবং একটি বাস্তবায়ন চুক্তি (আইএ) স্বাক্ষর করেছে এবং সরকার সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।
চুক্তি অনুযায়ী, বিপিডিবি ২০ বছরের মেয়াদে প্ল্যান্ট থেকে প্রতি ইউনিট ১০ দশমিক ২০ ইউএস সেন্টে বিদ্যুৎ কিনবে।
বিসিআরইসিএল প্ল্যান্টটি স্থাপনের জন্য ৮৭ দশমিক ৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যেখানে জেডটিইএনসিও লিমিটেড বাংলাদেশ পরামর্শক হিসেবে কাজ করবে এবং চীনের পেরিওশেন-ফেডি-সিনোহাইড্রোর কনসোর্টিয়াম প্রকল্পের জন্যে ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে নসরুল বলেন, সরকার আগামী এক বছরে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়।
আরও পড়ুন: আদানির ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চে জাতীয় গ্রিডে আসবে: নসরুল হামিদ
টেকসই অবকাঠামো উন্নয়নে ভূ-বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করতে হবে: নসরুল হামিদ
১ বছর আগে
আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম
সয়াবিন তেল ও চিনির দাম আবারও বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা। এখন তা প্রতি লিটার ১৯০ টাকা। চিনির দাম বেড়েছে ১৩ টাকা; এখন তা প্রতি কেজি ১০৮ টাকা।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর, ২০২২) থেকে নতুন দাম থেকে কার্যকর হবে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন চিনির দাম বৃদ্ধির বিষয়ে বলেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: সয়াবিন তেল: বাজারে দাম কমার কোন প্রভাব নেই
এর প্রেক্ষিতে ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরে মূল্য সমন্বয় নিয়ে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে দুই দফা আলোচনা হয়। বাংলাদেশ বাণিজ্য ও কমিশন মূল্য সমন্বয়ের বিষয়ে সম্মত হওয়ায় আজ থেকে চিনির নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, খোলা চিনি প্রতি কেজি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১০৮ টাকা।
এদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য সমন্বয়ের আবেদন করা হয় ১ নভেম্বর।
পরে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। কমিশন মূল্য সমন্বয়ের বিষয়ে একমত হয়েছে।
ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৯০ টাকা এবং ৫ লিটারের বোতলের জন্য ৯২৫ টাকা। বোতলবিহীন প্রতি লিটার সয়াবিন তেল এখন ১৭২ টাকা ও পাম তেল ১২১ টাকা।
আরও পড়ুন: শিগগিরই চিনির দাম স্থিতিশীল হবে: বাণিজ্যমন্ত্রী
পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে, চিনির দাম কেজিতে বেড়েছে ৬ টাকা
২ বছর আগে
নতুন রাস্তা ও কালভার্ট নির্মাণে উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে করতে হবে: মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যত্রতত্র রাস্তা, ব্রিজ নির্মাণ করে বাংলাদেশের ভূ-প্রকৃতির যেন ক্ষতি না হয়।
৪ বছর আগে