দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় পরিষদের প্রথম জাতীয় সম্মেলনে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এবং সহ-সভাপতি হিসেবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. শাহজাহান সাজু, সদস্য দেওয়ান সুলতান আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী, মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, কর্নেল ড. প্রকৌশলী আনোয়ার, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দিন ও অ্যাডভোকেট হুমায়ুন কবির।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল: সারজিস আলম