বার্মিজ ইয়াবা
উখিয়ায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে মঙ্গলবার দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার ৫ম পালংখালী ইউপি কস্টমস মোড়ে কৌশলগত অবস্থান নেয়।
সন্ধ্যা ৭টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবির উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ওই ব্যাগ থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: সিএমপির পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, ১৪ হাজার ইয়াবা জব্দ
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজধানীতে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
১২৪০ দিন আগে
বান্দরবানে ১.৪ লাখ ইয়াবা উদ্ধার
বিজিবি সদস্যরা রবিবার রাতে বান্দরবানের নাইখ্যাংছড়ি উপজেলার রেজুআমতলী এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধের পর ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
১৬৯৭ দিন আগে