কবরস্থান
পাবনায় কবরস্থান থেকে আরও ৫ কঙ্কাল চুরির অভিযোগ
পাবনায় আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।
এবার জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে একরাতে পাঁচটি কঙ্কাল চুরি হয়।
শুক্রবার (৭ জুন) দিবাগত রাতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে।
আরও পড়ুন: চার মাস আগে চুরি হওয়া ২ লাশের কঙ্কাল উদ্ধার
এদিকে শনিবার সকালে কবরস্থান খোঁড়া দেখে এলাকার মানুষ সেখানে ভিড় জমায়। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও চিনাখড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে কয়েকজন শ্রমিক ওই কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে গেলে কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন।
লোকজন এসে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। যেখানে কোনো লাশ ও কঙ্কালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তিনি কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। যেসব কবর থেকে কঙ্কাল উধাও হয়েছে, সেগুলোর সবগুলোই কয়েক বছরের পুরোনো।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পাবনায় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও
শিবালয়ে কবর থেকে কঙ্কাল চুরি, স্থানীয়দের মাঝে ক্ষোভ
৫ মাস আগে
কবরস্থানে ঢুকে ছুরিকাঘাত করে যুবককে হত্যা
সিলেট নগরীর মানিকপীর টিলা কবরস্থানে ঢুকে আবুল হাসান সাবিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে কলেজ অধ্যক্ষকে পেটানোর ঘটনা সত্য নয়: এমপি ওমর ফারুক
নিহত আবুল হাসান সাবিল (২৬) জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে এবং সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: নড়াইলে অধ্যক্ষ হেনস্তা: ১ শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদকে শোকজ
মন্ত্রিসভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
৫ মাস আগে
পাবনায় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও
পাবনা বেড়া উপজেলার আমিনপুরে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।
আরও পড়ুন: কঙ্কালের সূত্র ধরে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। স্থানীয়রা ধারণা করছেন, কঙ্কালগুলো চুরি করা হয়েছে।
উধাও হওয়া একটি কঙ্কালের স্বজন মাসুদ রানা বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।’
আরেক স্বজন জাহিদ হাসান বলেন, ‘এতদিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।’
আরও পড়ুন: শিবালয়ে কবর থেকে কঙ্কাল চুরি, স্থানীয়দের মাঝে ক্ষোভ
৮ মাস আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত: কাদের
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ। ব্যর্থ আন্দোলন করতে করতে বিএনপি এখন পতনের দিকে যাচ্ছে।’
বৃহস্পতিবার (১৯ অক্টেবর) সকালে ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন শেষে কাদের এসব কথা বলেন।
এই আওয়ামী লীগ নেতা তার বক্তব্যে গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এই রূপান্তর বিশ্বের বিস্ময়। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বের কল্যাণে। কিন্তু একটি দল দেশের এই উন্নয়ন নিয়ে বিষোদগার করে।
আরও পড়ুন: অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হবে: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, এদেশের উন্নয়ন, এদেশের অর্জন, এদেশের গণতন্ত্রকে যদি রক্ষা করতে চান, দেশকে ভালোবাসতে চান, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বলেন, ‘তারা কি দেখে না যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জি-টোয়েন্টিতে (শেখ হাসিনার সঙ্গে) এবং নিউইয়র্কেও ছবি তুলেছেন।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের
মৃত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
১ বছর আগে
দিনাজপুরে ৪৬ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৬ কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচরপাড়া গ্রামের কবরস্থান থেকে পাথরটি উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচরপাড়া গ্রামে কবরস্থানের উঁচু-নিচু মাটি সমান্তরাল করার সময় কষ্টিপাথরটি পাওয়া গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) আবু হাসান কবির জানান, খবর পেয়ে পাথরটি জব্দ করেছেন উপপরিদর্শক অসীম কুমার যাদব।
তবে পাথরটি আসল কষ্টিপাথর কিনা তা তারা পরীক্ষা করাবেন বলে জানান ওসি।
আরও পড়ুন: ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
১ বছর আগে
তৃতীয় লিঙ্গের লাশ দাফনে কবরস্থান নির্মাণের ঘোষণা শেরপুরের এসপির
শেরপুরে সরকারি গুচ্ছগ্রামে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ ঘোষণা দেন।
এসময় পুলিশ সুপার তৃতীয় লিঙ্গের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের বিভিন্ন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, তৃতীয় লিঙ্গ ‘হিজড়া’ জনগোষ্ঠীর মৃত্যুর পর লাশ সৎকার নিয়ে বিড়ম্বনা পোহাতে হয়। বিষয়টি জানার পর শেরপুরে সরকারি গুচ্ছগ্রামে বসবাসকারী হিজড়াদের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার। সেই সঙ্গে জেলার তালিকাভুক্ত ৫২ জন হিজড়ার মধ্যে যে কারও মৃত্যু ঘটলে তিনি তার লাশ সৎকার ও কাফন-দাফনের সকল ব্যয় ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব নেয়ার কথাও জানান।
কামরুজ্জামান বলেন, হিজড়াদের মৃত্যুর পর তাদের শেষকৃত্য নিয়ে তারা অনেক সামাজিক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়। সেই সমস্যা সমাধানে তাদের জন্য কবরস্থানের জায়গা আমি নিজ অর্থায়নে করে দেব।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে: তথ্যমন্ত্রী
এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সুবিধাজনক একটি স্থান নির্বাচনে তাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, কবরস্থানের বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা হবে। সেইসঙ্গে তিনি (এসপি) যেখানেই থাকুক না কেনো এই জনগোষ্ঠীর (হিজড়া) কারোর শেষকৃত্যের সময় সকল খরচ নিজ অর্থায়নে সারাজীবন বহন করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
একইসঙ্গে স্থানীয় হিজড়াদের আর্থিকভাবে স্বচ্ছল হতে স্থায়ী আয়-উপার্জের মাধ্যম তৈরি করতে গৃহপালিত পশু গরু কিনে দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। যাদের হস্তশিল্পের দক্ষতা রয়েছে তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করবেন ও তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সব রকমের সহায়তায় শেরপুর জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে জানান।
হিজড়া জনগোষ্ঠী যাতে সমাজের অন্য সকলের মত সাধারণ জীবনযাপন করতে পারে ও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সামাজিক রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পায়-জনপ্রতিনিধিদের ও স্থানীয় এলাকাবাসীর কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি এসপি পত্মী ফারজানা হক মৌ বলেন, পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। পুনাক নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। পুনাকের মানবিক সেবার অংশ হিসেবে হিজড়া জনগোষ্ঠীর জন্য পুনাক অনেকরকম কর্মপরিকল্পনা ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার বলেন, হিজড়াদের বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার জন্য জনউদ্যোগ শেরপুর কমিটির প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
তিনি বলেন, জেলা প্রশাসন আমাদের আবাসন করে দিয়েছে। আমাদের আত্মকর্মী হিসেবে গড়ে ওঠার জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এসপি মহোদয় ও তার পত্নীর কাছে কৃতজ্ঞ।
নিশি সরকার বলেন, আশা করছি এভাবে সকলের ভালোবাসায় একদিন আমরা অব্যশই মাথা তুলে দাঁড়াতে পারবো, সমাজের অন্যান্য মানুষের সঙ্গে একই মর্যাদায় বাঁচতে পারবো।
আরও পড়ুন: যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী
২ বছর আগে
সুনামগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার
সুনামগঞ্জ শহরের উপকণ্ঠে ইব্রাহিমপুরের একটি কবরস্থান থেকে একটি নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, নবজাতকের চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
ওই এলাকার বাসিন্দা তাসলিমা আক্তার বলেন, ‘আমরা কান্নার শব্দ শুনে কবরস্থানে নবজাতককে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিয়ে তাকে উদ্ধার করি।’
স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, শিশুটিকে বড় করতে পারলে তিনি বেশি খুশি হবেন।
তিনি বলেন, ‘হাসপাতালে শিশুটির চিকিৎসা করা হচ্ছে।’
সুনামগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহম্মদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে নবজাতক উদ্ধার!
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
২ বছর আগে
নয়টি সমাজে একটি কবরস্থান!
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন দক্ষিণ বাড়ইপাড়া হাটাবো এলাকায় নয়টি সমাজের একটি কবরস্থান।
শুক্রবার ঈদ-উল ফিতরের নামাজ শেষে নয়টি সমাজের প্রায় তিন শতাধিক মানুষ একত্রিত হয়ে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উক্ত কবরস্থানের সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনির হোসেন, মো. এমদাদুল হক মোল্লা, হাজী মো. মোস্তফা, মোহাম্মদ শামিন মাস্টার, মো. খোকন মিয়া, মোতোয়ালি, সোহেল কবির, মো. সৈকত হোসেন, মাহবুবুর রহমান রনি প্রমুখ।
আরও পড়ুন: নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির জন্য ফেনীতে দোয়া মাহফিল!
পরে মৃত ব্যক্তিদের বিদায়ী আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৩ বছর আগে
কবরস্থান জিয়ারত করা থেকে বিরত থাকার আহ্বান ডিএনসিসি’র
করোনাভাইরাস সংক্রমণ রোধে লোকজনকে কবর জিয়ারত করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৪ বছর আগে
শরীয়তপুরে সরকারি কবরস্থান দখল করে বালুর ব্যবসা
শরীয়তপুর, ১৮ অক্টোবর (ইউএনবি)- পালং উপজেলার পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কোটা পাড়ায় অবস্থিত বেওয়ারিশ লাশ দাফনের জন্য সরকারি কবরস্থান। তবে জেলা সদরের এই কবরস্থানের জায়গাটি বর্তমানে প্রভাবশালী এক বালু ব্যবসায়ী দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
৫ বছর আগে