ভারতীয় জেলে
বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৮টি ট্রলারসহ ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার রাতে গভীর সমুদ্রে টহল দেয়ার সময় নৌবাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান চালিয়ে ভারতীয় ওই জেলেদের আটক করে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, নৌবাহিনীর জাহাজ বানৌজা প্রত্যয় এবং আলী হায়দার সোমবার রাতে সমুদ্রে টহলে ছিল। এসময় অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে প্রথম দফায় অভিযান চালিয়ে ৪টি ট্রলারসহ ৬৮ জন এবং দ্বিতীয় দফায় ৪টি ট্রলারসহ ৬৭ জন ভারতীয় জেলেকে আটক করে।
তিনি জানান, ভারতীয় ওই জেলেরা অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছিল। জব্দকৃত মাছধরা ট্রলারসহ মালামালের আনুমানিক মূল্যে ৩ কোটি ৮০ লাখ টাকা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ৪টি ট্রলারসহ ৬৮ জেলেকে নৌবাহিনীর পক্ষ থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ওই ভারতীয় জেলেদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পড়ুন: পদ্মা সেতু: বাগেরহাট হবে নতুন অর্থনৈতিক হাব
ভারতে নবীজিকে নিয়ে মন্তব্য: বাগেরহাটে বিরোধের জেরে হিন্দু বাড়িতে হামলা
২ বছর আগে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আবারও ভারতীয় ১৩ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে এফবি পিতা-মাতার আর্শিবাদ-১২ নামে একটি অত্যাধুনিক ভারতীয় ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ড কমান্ডার আমিরুল হক জানান, কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবার বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় টহল দেয়ার সময় ভারতীয় ১৩ জেলেকে একটি ট্রলার নিয়ে মাছ ধরতে দেখে। এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৭ নটিক্যাল মাইল দুরে এফবি পিতা-মাতার আর্শিবাদ-১২ নামে ভারতীয় একটি ট্রলারসহ ওই জেলেদের আটক করে। বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয় ওই জেলেরা মৎস্য আহরণ করছিল।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ভারতীয় ওই জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
জানা গেছে, এর আগে গত ৭ আগস্ট বঙ্গোপসাগরের বাংলাদেশ জলাসীমার ফেয়ারওয়ে বয়া থেকে ১৪ নটিক্যাল মাইল দুরে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় স্বর্ণতারা নামে একটি ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। পরের দিন ট্রলারসহ ওই জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। থানা পুলিশ ভারতীয় ওই ১৩ জেলেকে বাগেরহাট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জেলে উদ্ধার
বাগেরহাটে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
৩ বছর আগে
বাংলাদেশের জলসীমা থেকে আটক ভারতীয় ২৬ জেলে কারাগারে
বাংলাদেশের জলসীমা থেকে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ২৬ জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।
৪ বছর আগে
বাংলাদেশে ঢুকে মাছ ধরায় ১৪ জন ভারতীয় জেলে আটক
বাগেরহাট, ২২ অক্টোবর (ইউএনবি)- বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে নৌবাহিনীর সদস্যরা আরও ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে।
৫ বছর আগে
রাজশাহীতে আটক ভারতীয় জেলে কারাগারে
রাজশাহী, ১৮ অক্টোবর (ইউএনবি)- রাজশাহীর চারঘাট সীমান্তে আটক ভারতীয় জেলের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশসহ দুইটি মামলা দায়ের করেছে বিজিবি।
৫ বছর আগে