রবিবার দুপুরে তাদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদাতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাগেরহাট কোর্ট ইনস্পেক্টর দিলীপ কুমার সরকার জানান, আটক ভারতীয় ২৬ জেলেকে মোংলা থানা পুলিশ রবিবার বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। বিচারক তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভারতীয় ২৬ জেলে হলেন- রাখাল দাস (৪২), সজল দাস (২৪), মনকৃষ্ণ দাস (৩২), রাখাল দাস (৪০),তাপস দাস (২৯), মতি দাস (৩০), রামহরি দাস (৩১), শ্রী গোবিন্দ দাস (৪০), সুরেন্দ্র দাস (৩৮), গোবিন্দ দাস (৪৫), সুরেন্দ্র দাস (৬৮), হরি দাস (২৫), দ্রুব বিশ্বাস (২৮), বিনন্দ দাস (৪২) বর্মা দাস (৩২), রাখেশ দাস (১৯), অরুন দাস (৬০),কার্তিক দাস (৪২), অমুল্য দাস (৪৯), রাজেস দাস (১৯), বিন্দাবন দাস (৩৫), জতি বাবু (৬০), কৃষ্ণ দাস (৪২), সুজন দাস (৪২),গুনধর দাস (২৭) এবং আব্দুল দাহিয়ান শেখ (৩৪)। তাদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেয়ার সময় বৃহস্পতিবার বিকালে মোংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফবি মা মঙ্গলচন্ডি এবং এফবি শঙ্ক প্রদীপ নামে দুই ট্রলারসহ ২৬ জন ভারতীয় জেলেকে আটক করে।
ওই জেলেরা বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। আটক ওই জেলেদের শনিবার সন্ধ্যায় মোংলা থানায় সোপর্দ করা হয়। নৌ বাহিনীর পক্ষ থেকে ভারতীয় ওই জেলেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।