ইট ভাটা
ইট ভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ইট ভাটার পরিত্যক্ত ঘর থেকে তামিম (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ জুন) রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ের মাছ বাজারসংলগ্ন এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
নিহত তামিম ময়মনসিংহের হালুয়া ঘাট থানার রামনগরের তায়েব আলীর ছেলে এবং রূপগঞ্জের সাওঘাটের মৃত আলেক ভূঁইয়া বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমাদের পুলিশের টিম শিশুটির সুরতহাল শেষ করে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ঘটনায় জড়িদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
৪ মাস আগে
ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের মাটি খনন করার সময় প্রায় শত বৎসরের পুরাতন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন ইট ভাটায় এটি পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, ‘জামুন ইট ভাটার’ মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরির জন্য জামুন গ্রামের মৃত কৃষাণ মেম্বারের ছেলে যগেন পালের কাছ থেকে পুকুরের মাটি ক্রয় করেন। পুকুরে মেশিন দিয়ে মাটি কেটে ট্রলিতে করে ভাটায় নিয়ে আসে শ্রমিকরা। ভাটার শ্রমিকরা মাটি কাটার সময় একটি বিষ্ণু মূর্তি পায় এবং ভাটার মালিকের ছেলে জামিল চৌধুরীর কাছে জমা দেন।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
এলাকাবাসী আরও জানায়, জামিল চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হরিপুর থানার ওসি মো.আওরঙ্গজেবকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে আসে।
হরিপুর থানার ওসি মো. আওরঙ্গজেব বলেন, এটি সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিষ্ণু মূর্তি হতে পারে। এটি কিসের তৈরি বা এর মূল্য কত তা বলা সম্ভব নয়। এটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
মূর্তি পাওয়ার বিষয়টি ভাটার মালিক হবিবর রহমান এবং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় কষ্টি পাথরসহ ২ পাচারকারী আটক
৩ বছর আগে
ফরিদপুরে কৃষি জমিতে বাড়ছে ইট ভাটা, হুমকিতে পরিবেশ
ফরিদপুর, ১৯ অক্টোবর (ইউএনবি)- ফরিদপুর শহর ঘেঁষে বিভিন্ন গ্রাম এলাকার কৃষি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটের ভাটা। এতে পরিবেশ ও ফসল উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।
৫ বছর আগে