ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়ার পেরিস সিটিতে শহীদ মিনার উদ্বোধন
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পেরিস সিটিতে উদ্বোধন করা হলো স্থায়ী শহীদ মিনার। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত শহীদ মিনারটি বুধবার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পেরিস সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা, পেরিস সিটি মেয়রের উদ্যোগে এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। উদ্যোগের সঙ্গে পরবর্তী সময়ে লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট সম্পৃক্ত হয়। বাংলাদেশ কনস্যুলেট, পেরিস সিটি ও আইএমএলডিসির যৌথ আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সবাইকে সঙ্গে নিয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন এবং শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সব ভাষাশহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল, স্থানীয় কাউন্সিল মেম্বার, স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা, বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাণীশংকৈলে অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই
পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ অন্য ভাষাশহীদদের অবদানের ইতিহাস তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের মতো এ শহীদ মিনার নির্মাণে সহযোগিতার জন্য তিনি সিটি মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় বক্তব্য প্রদান করে বাংলাকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ১৯৯৯ সালে ‘জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা’ (ইউনেসকো) ২১ ফেব্রুয়ারিকে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের স্বীকৃতি প্রদান করে।
পেরিসবাসী প্রবাসী বাংলাদেশি যাদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় পেরিস সিটিতে এমন একটি স্থাপত্য নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিটি শহরের জন্য অনুকরণীয় হয়ে উঠবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত শহীদ মিনারটি শহরের প্রাণকেন্দ্রে সিটি হল ও স্থানীয় লাইব্রেরির সামনে স্থাপিত হওয়ায় তা ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।
পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিটি লাইব্রেরি ও আইএমএলডিসির উদ্যোগে শহীদ মিনারের পার্শ্ববর্তী কেন্দ্রীয় পাঠাগারে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধনও করেন।
আরও পড়ুন: ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুট নির্ধারণ
কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে সব শহীদ মিনার নির্মাণে রুল
১ বছর আগে
ক্যালিফোর্নিয়ার রাস্তায় রোবোট্যাক্সির সফল পরীক্ষা চালাল অ্যামাজনের জুক্স
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মালিকানাধীন স্ব-চালিত যানবাহন কোম্পানি জুক্স তাদের ‘রোবোট্যাক্সি’-এর যাত্রী নিয়ে রাস্তায় সফলভাবে পরীক্ষা চালিয়েছে। এতে, কোম্পানিটি জনগণের দোরগোড়ায় স্ব-চালিত ট্যাক্সি সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল।
কোম্পানিটি সোমবার জানিয়েছে, রোবোট্যাক্সিটিতে চারজন কর্মী নিয়ে শনিবার প্রথমবারের মতো চালিয়ে দেখা হয়েছে।
গাড়িটিতে না আছে স্টিয়ারিং, না আছে কোনো প্যাডেল। ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটিতে কোম্পানিটির সদর দপ্তরের দুই ভবনের মাঝের প্রায় এক মাইল রাস্তা পাড়ি দিয়েছে গাড়িটি। বাহনটির ভেতরে মুখোমুখি বসতে পারে এরকম দু’টি বেঞ্চ রাখা হয়েছে। ১২ ফুট দৈর্ঘ্যের এই রোবোট্যাক্সি ঘণ্টায় ৩৫ মাইল গতিবেগে চলতে সক্ষম।
আরও পড়ুন: অ্যামেকা: বিশ্বের সর্বাধুনিক মানবিক রোবট
২০১৪ সালে প্রতিষ্ঠিত জুক্সকে ছয় বছর পর কিনে নেয় অ্যামাজন। এরপর কোম্পানিটির পক্ষে বলা হয় যে তাদের তৈরি স্ব-চালিত গাড়ি সংঘর্ষ এড়িয়ে চলতে পারে।
শনিবারের পরীক্ষা চালানোর আগে তারা ব্যক্তিগতভাবে চালিয়ে দেখেছে এবং ক্যালিফোর্নিয়ার মোটর যান বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।
সফলভাবে পরীক্ষা চালানোর পর জুক্স তাদের কর্মীদের জন্য আপাতত ট্যাক্সি সেবা চালু করার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
১ বছর আগে
ক্যালিফোর্নিয়ায় ২৫০ ফুট ওপর থেকে গাড়ি পড়েও অলৌকিকভাবে বাঁচল ৪ জন
ক্যালিফোর্নিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন চার ও ছয় বছর বয়সী দুই শিশুসহ চারজন।
কর্মকর্তারা সোমবার জানিয়েছেন আহতদের বহনকারী গাড়িটি প্যাসিফিক কোস্ট হাইওয়ে বরাবর উত্তর ক্যালিফোর্নিয়ার ক্লিফ থেকে ডেভিলস স্লাইড নামে মারাত্মক ধ্বংসাবশেষের জন্য পরিচিত একটি এলাকার কাছে পড়ে যাওয়ার পরেও তারা বেঁচে গেছে।
টেসলা সেডান মহাসড়ক থেকে ২৫০ ফুটেরও বেশি ওপরে থেকে পড়ে একটি পাথুরে আউটক্রপিংয়ে বিধ্বস্ত হয়।
কোস্টসাইড ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট/ক্যাল ফায়ারের ব্যাটালিয়ন প্রধান ব্রায়ান পটেনগারের জানায়, এটি তার চাকা দিয়ে নামার আগে কয়েকবার উল্টে গেছে বলে মনে হচ্ছে।সমুদ্র তীর থেকে মাত্র কয়েক ফুট দূরে পর্বতের সঙ্গে লেগেছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ৭,৮৬০ দাবানলে এ বছর পুড়েছে ৩৪ লাখ একর বনভূমি
প্যাসিফিকা এবং মন্টারার মধ্যে অবস্থিত সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১৫ মাইল দক্ষিণে একটি খাড়া পাথুরে এবং ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল ডেভিলস স্লাইড বরাবর দুর্ঘটনাটি ঘটে এবং খুব কমই বেঁচে যায় যখন উদ্ধারকারীরা সেখানে পৌঁছায়।
সোমবার ক্ষতিগ্রস্থদের প্রাথমিকভাবে গুরুতর অবস্থায় তালিকাভুক্ত করা হয়েছিল তবে উদ্ধারকারীরা আসার সময় চারজনই সচেতন এবং সতর্ক ছিলেন।
পটেনগার বলেছিলেন, ‘আমরা গাড়ি দুর্ঘটনার জন্য সব সময় পাহাড়ের সেখানে যাই এবং তারা কখনও বাঁচে না। এটি একটি পরম অলৌকিক ঘটনা ছিল।’
কর্মকর্তা মার্ক অ্যান্ড্রুজ বলেছেন, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল তার প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিশ্বাস করে না যে টেসলা সেই সময়ে অটোপাইলট বা সম্পূর্ণ স্ব-ড্রাইভিং মোডে কাজ করছিল।
রাস্তার অবস্তার কারণে দুর্ঘটনা হয়েছে বলে মনে করা হয়নি। যে স্থানে সেডানটি পাহাড় থেকে নেমে গেছে সেখানে কোনো নিরাপত্তারেখা ছিল না।
এন্ড্রুজ বলেছেন, ‘কি কারণে গাড়িটি রাস্তার মূল অংশ থেকে চলে গেছে, আমরা জানি না।’
ব্যাটালিয়ন প্রধান বলেছেন, প্রত্যক্ষদর্শীরা সকাল সোয়া ১০টার দিকে ৯১১ নম্বরে কল করেন এবং অগ্নিনির্বাপক কর্মীদের পাহাড়ের নিচে নামানোর জন্য ক্রুরা হাইওয়ে থেকে দড়ির ব্যবস্থা স্থাপন করে। একই সময়ে, অন্যান্য অগ্নিনির্বাপক কর্মীরা দুরবীনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত গাড়িটি দেখছেন হঠাৎ নড়াচড়া লক্ষ্য করলেন - একটি চিহ্ন যে অন্তত একজন ব্যক্তি এখনও বেঁচে আছেন।
পটেনগার বলেছিলেন ‘আমরা যখন সামনের উইন্ডশীল্ডের বাইরে আন্দোলন দেখেছিলাম তখন আমাদের প্রত্যেকেই হতবাক হয়ে গিয়েছিলাম।’
ঘটনাটি লাশ উদ্ধারের ঘটনা থেকে একটি উদ্ধার অভিযানে পরিণত হয়েছিল যা অবিরাম বৃষ্টি, প্রবল বাতাস, চিকন রাস্তা এবং বিধ্বস্ত ঢেউয়ের মধ্যে কয়েক ঘন্টা সময় নেয়। দরজাগুলো ক্লিফের বিরুদ্ধে ভেঙে দেয়া হয়েছিল এবং বন্ধ হয়ে গিয়েছিল, তাই দমকলকর্মীরা কথিত ‘জিউস অব লাইভ’ সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনার শিকার গাড়ি কেটে ফেলতে বাধ্য হয়েছিল।
ক্রুরা বাচ্চাদের পিছনের জানালা থেকে টেনে আনে এবং দড়ি সিস্টেম ব্যবহার করে উদ্ধারকারী ঝুড়িতে হাত দিয়ে পাহাড়ের ওপরে নিয়ে আসে। পেশীর আঘাতে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পটেনগার বলেছিলেন, ‘তারা আহত হওয়ার চেয়ে বেশি ভয় পেয়েছিল।’
প্রাপ্তবয়স্কদের গুরুতর আঘাত ছিল তবে, এবং একটি হেলিকপ্টারের সাহায্যে পাহাড়ের ওপরে উঠাতে হয়েছিল। এরপর তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ব্যাটালিয়ন প্রধান। উদ্ধার করা চারজন একই পরিবারের সদস্য কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
কর্মকর্তারা তদন্ত করছে কী কারণে হাইওয়ে থেকে টেসলা ওই স্থানে চলে গেছে।
পটেনগার বলেছিলেন, আমি এটি চালাতেও পছন্দ করি না।’ ‘এটি অবশ্যই ক্যালিফোর্নিয়ার বিশ্বাসঘাতক।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় নিখোঁজের দুই দিন পর বাগান থেকে শিশুসহ ৪ ভারতীয়ের লাশ উদ্ধার
ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬, আহত ১০
১ বছর আগে
ক্যালিফোর্নিয়ায় নিখোঁজের দুই দিন পর বাগান থেকে শিশুসহ ৪ ভারতীয়ের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশুসহ ভারতীয় বংশোদ্ভূত চার শিখের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের বাড়ির অদূরে বাগান থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর থেকে জানা গেছে।
সোমবার শিখ পরিবারের এই চারজনকে অপহরণ ও হত্যার ঘটনায় যিশু ম্যানুয়েল সালগাদো নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে ভারতের কনস্যুলেট জেনারেল নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং সবধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। মার্সেড কাউন্টি পুলিশ বিষয়টি তদন্ত করছে। শুক্রবার ভারত একথা জানিয়েছে।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
বুধবার শেরিফ ভার্ন ওয়ার্নকে বলেন, কিছুদিন আগে চার সদস্যের এই শিখ পরিবারকে অপহরণ করা হয়। তাদের পরিচয়- জসদীপ সিং (৩৬), জসলিন কৌর (২৭) ও তাদের আট মাস বয়সী শিশু অরুহি ধেরি এবং আমনদীপ সিং (৩৯)। পরে, ভারতের পাঞ্জাবের এই পরিবারের সদস্যদের লাশ পাওয়া যায় মার্সেড কাউন্টির প্রত্যন্ত এক বাগানে। প্রথমে লাশগুলো পড়ে থাকতে দেখেন সেখানকার এক খামার শ্রমিক। পরে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
ঘটনাটিকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক অভিহিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমাদের কনস্যুলেট জেনারেল আগেই কিছু টুইট করেছেন। তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এ বিষয়ে সচেতন। মার্সেড কাউন্টি পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। তদন্ত চলছে। এটা খুবই মর্মান্তিক ঘটনা।’
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত পরিবারটিকে বন্দুকের মুখে অপহরণ করা হয়। সিসিটিভি ক্যামেরায় অপহরণের ভিডিও রেকর্ড হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে সকালের দিকে পরিত্যক্ত অবস্থায় এই পরিবারের একটি গাড়িতে আগুন ধরে যায় এবং পরে তারা নিখোঁজ হন।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে, সন্দেহভাজন যিশু ম্যানুয়েল সালগাদোকে পুলিশি হেফাজতে নেয়ার কিছুক্ষণ আগে সে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে।
ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগের রেকর্ড অনুসারে, সালগাদো এর আগে প্রায় এক দশক ধরে কারাগারে ছিলেন।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬, আহত ১০
২ বছর আগে
যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহের মতো ‘রিকশা গার্ল’
নিউইয়র্কের ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় গত ৫ মে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সিনেমাটির প্রদর্শনী আজ ৩য় সপ্তাহে পদার্পণ করলো। জুন মাসের প্রথম সপ্তাহে রয়েছে আরও বিশেষ কয়েকটি প্রদর্শনী।
নির্মাতা ইউএনবিকে জানান, আগামী ৪ এবং ৫ জুন বিকেলে ৫টায় টেম্পি অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ডেনভারে অনুষ্ঠিত হবে বিশেষ প্রদর্শনীগুলো।
যুক্তরাস্ট্রের মোট ১৮ রাজ্যের ৫২ শহরে প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের ইংরেজি ছবি ‘রিকশা গার্ল’। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
আরও পড়ুন: মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
সিনেমার মূল চরিত্রে রয়েছেন নাইমা নামের এক কিশোরী, যে কিনা ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে। সিনেমায় নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র ও আরও অনেকে।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে ও সিনেমা বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
২ বছর আগে
ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬, আহত ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।
সাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় পুলিশ টহল দেয়ার সময় গুলির শব্দ শুনতে পায়। তারা ঘটনাস্থলে পৌঁছে এক বিশাল জটলা এবং ছয়জনকে মৃত দেখতে পায়। এছাড়া ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।
তবে এ ঘটনায় কতজন জড়িত তা জানে না কর্তৃপক্ষ। কমপক্ষে একজন সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।
আরও পড়ুন: ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
ঘটনাটিকে খুব ‘জটিল’ উল্লেখ করে পুলিশ প্রধান এ ঘটনার কোনো সাক্ষী বা রেকর্ড থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের আবেদন জানিয়েছেন।
এদিকে গুলির ঘটনার কিছুক্ষণ পরে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মানুষ গুলির শব্দের মধ্যেই রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন। এছাড়া এতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স দেখা যায়।
সাক্রামেন্টোর মেয়র ড্যারেল স্টেইনবার্গ এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ সকালের আঘাত ও দুঃখ কথায় প্রকাশ করা যাবে না। মৃত ও আহতের সংখ্যা বোঝা কঠিন। এই মর্মান্তিক ঘটনায় ঠিক কী ঘটেছে সে সম্পর্কে আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন
২ বছর আগে
শাম্মী কুদ্দুস: গুগল এবং বিশ্ব অর্থপ্রযুক্তি শিল্পে একজন সফল বাংলাদেশি নারী
গুগলের পণ্য ব্যবস্থাপক এবং বাংলাদেশের প্রথম লিডারশীপ প্রতিষ্ঠান-বিওয়াইএলসির (বাংলাদেশ ইউথ লিডারশীপ সেন্টার) সহ প্রতিষ্ঠাতা শাম্মী কুদ্দুস বেড়ে উঠেছেন বাংলাদেশের চট্টগ্রামে। দুই সন্তানের জননী এই নারী ইতোমধ্যে স্ট্যানফোর্ড জিএসবি ও হার্ভার্ড কেনেডি স্কুল থেকে এমবিএ ও এমপেইড ডিগ্রি নিয়েছেন। শাম্মী স্কলারশিপ নিয়ে পড়তে যান আমেরিকায় এবং এমআইটি থেকে পরিবেশ প্রকৌশলে গ্রাজুয়েশন করেন। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে অবস্থান করছেন ক্যালিফোর্নিয়ার সানিভেলে।
৩ বছর আগে
ক্যালিফোর্নিয়ায় ৭,৮৬০ দাবানলে এ বছর পুড়েছে ৩৪ লাখ একর বনভূমি
চলতি বছর মার্কিন যুক্তরষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭ হাজার ৮৬০টি দাবানলে ৩৪ লাখ একরের বেশি (প্রায় ১৩ হাজার ৭৫৯ বর্গ কিলোমিটার) বনভূমি পুড়ে গেছে।
৪ বছর আগে
ক্যালিফোর্নিয়ায় দাবানল: রেকর্ড ২০ লাখ একর ব্নভূমি পুড়ে ছাই
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এ বছর রেকর্ড ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন বন বিভাগ।
৪ বছর আগে
ক্যালিফোর্নিয়ার দাবানলে ৫ প্রাণহানি
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াজুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া ডজনখানেক দাবানলে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩৩ বেসামরিক লোক ও ফায়ারফাইটার আহত হয়েছেন।
৪ বছর আগে