যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াজুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া ডজনখানেক দাবানলে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩৩ বেসামরিক লোক ও ফায়ারফাইটার আহত হয়েছেন।
এপির প্রতিবেদন অনুযায়ী, নজিরহীন বজ্রপাতের কারণে এ দাবানলের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।
রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগের উপপরিচালক ড্যানিয়েল বারলেন্ট জানান, আগুনে ঘরবাড়িসহ ১৭৫ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং আরও ৫০ হাজারটি হুমকির মুখে রয়েছে।
কমপক্ষে দুজন লোক নিখোঁজ রয়েছেন। আগুন থেকে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ে কেন্দ্রীয় উপকূল ও সানফ্রান্সিসকোর আকাশ ঢেকে গেছে।
রাজ্যের গভর্নর গেভিন নিউসম বনের কাছে একটি উদ্ধারকেন্দ্র পরিদর্শন শেষে এক ভিডিও বার্তায় এ দাবানলগুলোকে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন।
দাবানলগুলো মূলত উত্তর ক্যালিফোর্নিয়ায় সক্রিয় রয়েছে। সেখানে গ্রাস করে নিয়েছে প্রায় ১২৫০ বর্গকিলোমিটার ঘাসের জমি, গ্রামীণ এলাকা, গিরিখাত ও সানফ্রান্সিসকোর আশপাশের ঘন বন।