বাংলাদেশ কোস্টগার্ড
পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার
পটুয়াখালীর কুয়াকাটায় মাদক পাচারকারী সন্দেহে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের নামে মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে বুধবার লাম্বুর বনাঞ্চলের ভিতরে তিনটি বস্তায় তিন লাখ ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পরদিন (বৃহস্পতিবার) রাতে ওই এলাকায় একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। সেখান থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট ভরা আরও একটি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার থেকে ১৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
আটকরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন যৌথ বাহিনী।
পরে তাদের পটুয়াখালীর মহিপুর থানায় পাঠানো হয়েছে। মহিপুর থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২২ দিন আগে
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩
বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মঙ্গলবার সকালে ট্রলারডুবির ঘটনায় ২৯ জন রোহিঙ্গা শরণার্থীসহ ৩৩ জনকে আটকের দাবি করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
ঢাকার কোস্টগার্ড সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, টেকনাফের বাহারছড়া এলাকায় সকাল ৬টার দিকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারটি উল্টে যায়।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে ২৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।’
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা কোস্টগার্ডকে জানায় যে অবৈধভাবে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। ৩৩ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
পড়ুন: মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত
দুর্ভাগ্যবশত শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই: মার্কিন রাষ্ট্রদূত
ট্রলারডুবি: ৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড
৯০১ দিন আগে
বঙ্গোপসাগর থেকে ৪৪ জেলে উদ্ধার
বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে রবিবার ৪৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকী বলেন, মঙ্গলবার (১৬ আগস্ট) লক্ষ্মীপুরের রামগতি থেকে ‘রিভার মেট’ নামের ট্রলারটি নিয়ে ২১ জন জেলে মাছ ধরার জন্য সমুদ্রে যান। পরদিন বুধবার (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচদিন ধরে সমুদ্রে ভাসতে থাকেন জেলেরা।
তিনি জানান, মহিপুর সাগর মোহনা ও সুন্দরবনের আকরাম পয়েন্টে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সময় কোস্টগার্ড সদস্যরা ওই নৌকাগুলো দেখতে পায়।
তিনি আরও জানান, দুর্দশাগ্রস্ত জেলেদের সহায়তা দেয়ার জন্য তারা অবিলম্বে সাড়া দেয় এবং নৌকার সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, মাছ ধরার ট্রলারটিকে উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা রামগতি থানার বাসিন্দা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: ১৭ জেলে উদ্ধার
উদ্ধারকারী ট্রলারে ফিরেছেন দেড় শতাধিক জেলে, এখনও নিখোঁজ ২৫০
৯৪৪ দিন আগে
কোস্টগার্ডে উন্নত প্রযুক্তির জাহাজ অন্তর্ভুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, বাংলাদেশ কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার শিগগিরই উন্নত প্রযুক্তির জাহাজ, হোভারক্রাফট ও স্পিডবোট অন্তর্ভুক্ত করতে যাচ্ছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ডকে আরও শক্তিশালী ও আধুনিক করতে খুব শিগগিরই উন্নত প্রযুক্তির জাহাজ, হোভারক্রাফট এবং স্পিডবোট যুক্ত করা হচ্ছে।’
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, গভীর সাগরে টহল দেয়ার জন্য সরকার চারটি ওপিভি নির্মাণের অনুমোদন দিয়েছে।
এছাড়া গভীর সাগরে বাংলাদেশ কোস্টগার্ডের যোগাযোগ সহজ করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাথে ডিজিটাল সংযোগ স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রত্যাশা প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা বলেন, ‘এই আধুনিক প্রযুক্তির জাহাজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা সংযোজনের মাধ্যমে কোস্টগার্ড ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার আগামী দিনে নতুন দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ কোস্টগার্ডকে একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে প্রস্তুত করছে।
তিনি বলেন, ‘সরকার নিজস্ব জনবল নিয়োগ কার্যক্রম এবং বাহিনী পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।’
কোস্টগার্ড সদস্যদের সাহসিকতা ও বিশেষ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাদের হাতে পদক তুলে দেন।
অনুষ্ঠানে কোস্টগার্ডের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
পড়ুন: উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য: শেখ হাসিনা
জনগণের অধিকার রক্ষায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
১১৩১ দিন আগে
সমুদ্র অর্থনীতির গুরুত্ব বিবেচনায় কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কোস্টগার্ডকে আরও শক্তিশালী করা হবে যাতে তারা সরকারকে ‘ব্লু ইকোনমি’র (সমুদ্র অর্থনীতি) সম্ভাব্যতা কাজে লাগাতে সহায়তা করতে পারে।
১৫৮৮ দিন আগে
‘জীবন খেয়া’: বিদ্যানন্দের আরও একটি মানবিক উদ্যোগ
নদীর তীরে বসবাসরত দরিদ্র জনগণকে স্বাস্থ্য সেবা দিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’ চালু করতে যাচ্ছে।
১৬৭৫ দিন আগে