জনসন
জনসনের করোনা ভ্যাকসিন ব্যবহার সীমিত করলো এফডিএ
গুরুতর রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকির কারণে বৃহস্পতিবার মার্কিন নিয়ন্ত্রকরা কঠোরভাবে জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন গ্রহণ সীমিত করেছেন।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে (এফডিএ) ভ্যাকসিনটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেয়া উচিত যারা অন্য ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না বা বিশেষভাবে যাদের জনসন ভ্যাকসিনের জন্য অনুরোধ করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ কয়েক মাস ধরে সুপারিশ করেছে যে আমেরিকানদের যেনো জনসন ভ্যাকসিনের পরিবর্তে মর্ডানা বা ফাই্জার দেয়া হয়।
এফডিএ-এর ভ্যাকসিন প্রধান ড. পিটার মার্কস বলেছেন রক্ত জমাট বাঁধার ঝুঁকির তথ্য বিশ্লেষণ এবং ভ্যাকসিনের কিছু সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কস বলেছেন, ‘করোনার গুরুতর পরিণতি প্রতিরোধে সমানভাবে কার্যকর বলে মনে হয় এমন কোনো বিকল্প থাকলে, আমরা বরং লোকেদের এটি বেছে নিতে বলব। তবে আমরা এটা বলতে সতর্ক হয়েছি যে অন্য ভ্যাকসিনের তুলনায় এটি এখনও একটি ভাল বিকল্প।’
আরও পড়ুন: তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত
বাংলাদেশে মহামারিতে মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের প্রায় ৫ গুণ বেশি: ডব্লিউএইচও
২ বছর আগে
ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে জনসনের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকা দেশের ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে আমরা কিছু জনসন অ্যান্ড জনসনের টিকা পেয়েছি। খুব শিগগিরই সেগুলো দেয়া শুরু হবে।রবিবার মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: করোনা রোগীদের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রীমন্ত্রী বলেন, জনজন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের হওয়ায় আমরা সেগুলো ভাসমান, দিনমজুরদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের নির্দিষ্ট কোন ঠিকানা না থাকায় তাদের খোঁজ সবসময় পাওয়া যায় না। একবার এক ডোজ দিয়ে দিলে তাদের পরে আর খোঁজতে হবে না।এর আগে গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো জনসন অ্যান্ড জনসনের তিন লাখ ৩৬ হাজার ডোজ করোনা টিকা দেশে এসেছে। অন্যান্য টিকার মতোই এই টিকা ইপিআইয়ে সংরক্ষণ করা হয়েছে।এ বিষয়ে এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। অন্য কোম্পানির টিকা যেখানে অন্তত দুই ডোজ দিতে হয়, জনসনের তৈরি এই করোনাভাইরাসের টিকা এক ডোজের। অবশ্য পরে বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন হতে পারে।গতবছর জুন মাসেই জনসনের কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন: ঢাকার এক-তৃতীয়াংশ হাসপাতালে করোনা রোগী ভর্তি: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
জনসনের সিঙ্গেল ডোজ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
জনসনের টিকা দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিকাটি ১৮ বছর এবং তার ওপরের বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য।
আরও পড়ুন: সিনোফার্ম ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত টিকার মধ্যে এটি ষষ্ঠ টিকা। তবে অনুমোদিত টিকার মধ্যে এটি সিঙ্গেল ডোজ।
এর আগে ভারতের সেরাম ইনিস্টিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্ম, ফাইজার বায়োএনটেক এবং সর্বশেষ ৬ জুন চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির তৈরি ‘করোনভ্যাক’ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনমোদন দেয় বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
গত ১২ মার্চ বেলজিয়ামে উৎপাদিত জনসনের টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ১১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবহারে জনসেনের টিকার অনুমোদন দেয়।
দেশে করোনা পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত আরও বেড়েছে, তবে মৃত্যুর সংখ্যা কমেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৩৩১৯ শনাক্ত, মৃত্যু ৫০
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে পৌঁছেছে।
এছাড়া ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ২২২ জনে দাঁড়াল।
৩ বছর আগে
রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারকে চাপ দিতে জার্মানিকে আহ্বান
ঢাকা, ১৯ অক্টোবর (ইউএনবি)- গত দুই বছরে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়া হয়নি জানিয়ে মিয়ানমারকে তাদের জনগণকে ফেরত নেয়ার জন্য চাপ দিতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৫ বছর আগে