জনসনের টিকা দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিকাটি ১৮ বছর এবং তার ওপরের বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য।
আরও পড়ুন: সিনোফার্ম ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত টিকার মধ্যে এটি ষষ্ঠ টিকা। তবে অনুমোদিত টিকার মধ্যে এটি সিঙ্গেল ডোজ।
এর আগে ভারতের সেরাম ইনিস্টিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্ম, ফাইজার বায়োএনটেক এবং সর্বশেষ ৬ জুন চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির তৈরি ‘করোনভ্যাক’ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনমোদন দেয় বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
গত ১২ মার্চ বেলজিয়ামে উৎপাদিত জনসনের টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ১১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবহারে জনসেনের টিকার অনুমোদন দেয়।
দেশে করোনা পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত আরও বেড়েছে, তবে মৃত্যুর সংখ্যা কমেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৩৩১৯ শনাক্ত, মৃত্যু ৫০
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে পৌঁছেছে।
এছাড়া ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ২২২ জনে দাঁড়াল।