ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য আগামী সপ্তাহে ইউক্রেনের রাজধানীতে তাদের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার ভারত সফরের সময় বরিস জনসন পরিকল্পিত এই পদক্ষেপের ঘোষণা দেন।
পূর্ব ইউক্রেনে লক্ষ্য নির্ধারণ করায় কিয়েভ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর থেকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা কিয়েভে ফিরে এসেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংহতি প্রকাশ করতে জনসন চলতি মাসে কিয়েভে একটি আকস্মিক সফর করেন।
সেসময়ে বরিস ইউক্রেনের জন্য আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজের কথা বলেন। এছাড়া তিনি যুদ্ধের পরে শহরটিকে (কিয়েভ) পুনর্নির্মাণে সহায়তা করার যুক্তরাজ্যের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে জানান।
আরও পড়ুন: গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি