সরকারি চাল
ফরিদপুরে ২০ মেট্রিক টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২
ফরিদপুরে ২০ মেট্রিক টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।
এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
আটক চালক শেখ জাফর জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে এবং আটক হেলপার সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে।
আরও পড়ুন: শরীয়তপুরে খাদ্যগুদাম কর্মকর্তার বাসভবন থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ, ভবন সিলগালা
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, 'ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে করে সরকারি চাল পাচারকালে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করেছে পুলিশ।
ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকভর্তি চালসহ আটক হওয়া দুইজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।
ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, ‘এটা জিআর খাতের চাল। সদরপুর খাদ্য গুদাম থেকে বরাদ্দ অনুযায়ী চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল ট্রাকে একসঙ্গে নিয়ে যাচ্ছিল।’
এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নেবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৪৮ মণ সরকারি চাল জব্দ, আটক ১
৩২৬ দিন আগে
কুড়িগ্রামে ১৪৮ মণ সরকারি চাল জব্দ, আটক ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ১৪৮ মণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ওই চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম খবিরুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান-চাল কেনাবেচা করছে। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে তিনি বিক্রি করতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নেওয়াজ এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় (সাদ্দাম মোর) কামাত আঙ্গারীয়া এলাকায় চালের ব্যবসায়ী খবিরুল এর গোডাউন থেকে ১৪৮ মণ (পাঁচ হাজার ৯২০কেজি) চাল জব্দ করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে প্রধান শিক্ষক আটক
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ব্যবসায়ী খবিরুলের গোডাউন থেকে চালগুলো জব্দ করেছে পুলিশ। ভিজিডি/ ভিজিএফ এর চাল মানুষ বিক্রি করেছে, আর খবিরুল পাইকারি দামে কিনে গোডাউনে রাখছে। পরে আস্তে আস্তে বিক্রি করবে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
ওসি জানান, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে আটক ৯
৭৭৮ দিন আগে
সরকারি চাল কালোবাজারে বিক্রির অপরাধে আটক ২
কুড়িগ্রামের উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় দুই ভ্যানচালকসহ তিনজনকে হাতে-নাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা।এ ঘটনায় সোমবার দিবাগত রাতে একটি মামলা দায়ের করা হয়।
আটকরা হলেন,দোকান ম্যানেজার আনোয়ার হোসেন, ভ্যানচালক আব্দুল কুদ্দস ও শহীদ আলী।
আরও পড়ুন: শরীয়তপুরে ব্যবসায়ীর বাড়িতে মিলল ৭২ বস্তা সরকারি চাল
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,সোমবার দুপুর দেড়টার দিকে উলিপুর খাদ্য গুদাম থেকে দুটি ভ্যান গাড়িতে ৫০ কেজি ওজনের সরকারি সিলযুক্ত ২০ বস্তা চাল বের হয়।পরে ভ্যান গাড়ি দুটি শহরের মধ্য বাজারের মেসার্স কাশেম চালকলের মালিক সেকেন্দার আলীর দোকানে নামিয়ে দিতে থাকেন।এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ভ্যান গাড়িসহ চালকদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ভ্যানচালক আব্দুল কুদ্দস ও শহীদ আলীর কাছে জিজ্ঞাসাবাদ করে।তাদের ভাষ্যমতে,চালগুলো খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার পুবেল সরদারের।এসব চাল খাদ্য ব্যবসায়ী সেকেন্দার আলীর কাছে বিক্রি করেছেন বলে জানান তারা।
এ নিয়ে দিনভর চলে নানান নাটকীয়তা। পরে পুলিশ ২০ বস্তা (এক মেট্রিক টন) চাল, দোকান ম্যানেজার আনোয়ার হোসেনসহ ভ্যান চালকদের থানায় নিয়ে আসেন। পরে সোমবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বাদী হয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার পুবেল সরদার, দোকান মালিক সেকেন্দার আলী ও ম্যানেজার আনোয়ার হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সরকারি চাল চুরির মামলায় নন্দীগ্রামে আ’লীগ নেতা গ্রেপ্তার
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান,এ ঘটনায় দোকান ম্যানেজারকে আটক করা হয়েছে। সাক্ষীদের জবানবন্দির জন্য ভ্যানচালকদের আদালতে পাঠানো হয়েছে।
১৩২৭ দিন আগে
কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুদামে ১৩ টন সরকারি চাল
কুষ্টিয়ায় এক ব্যবসায়ীর গুদামে প্রায় সাড়ে ১৩ টন সরকারি চালের সন্ধান পেয়েছে পুলিশ। চাল পাওয়ার পর পুলিশ গুদামটি বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাদরাসা পাড়ার ওই গুদামে ওই চালের বস্তা পাওয়া যায়।
গুদামটির মালিক আবু তালেব। তবে স্থানীয় ব্যবসায়ী সাইফুল খন্দকার তার কাছ থেকে ভাড়া নিয়ে এটি ব্যবহার করে আসছেন।
আরও পড়ুন: হবিগঞ্জ পাচারের সময় ভিজিডির ৩ হাজার কেজি চাল উদ্ধার, আটক ১
স্থানীয়রা প্রথমে সাইফুলের গুদামে রাখা ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা ও খাদ্য অধিদপ্তরের সিল মারা বস্তায় চালের বিষয়টি টের পেয়ে সাংবাদিকদের জানান।
সাংবাদিকরা বিষয়টি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানালেও কোনো পদক্ষেপ না নেয়ায় ৯৯৯ এ ফোন দিলে জগতী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেহেদী ঘটনাস্থলে যান। পরে রাত ১০ টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর গুদাম পরিদর্শন করে তা বন্ধ রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন: নাচোলে সরকারি চালসহ আটক ব্যক্তির কারাদণ্ড
তিনি জানান, খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত টিম এসে প্রতিবেদন দেয়ার পর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
তবে সাইফুলের দাবি, তিনি কুষ্টিয়া পুলিশ লাইন থেকে ৩৮ টাকা দরে চাল কিনে ৪০ টাকায় বিক্রি করছেন। কিন্তু এ সময় বক্তব্যের স্বপক্ষে চাল কেনার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে ১৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার
এ বিষয়ে বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল বলেন, ‘এই চাল কীভাবে ওখানে গেল এটা আমার জানা নাই। এটা রেশন বা দুঃস্থদের চাল হলেও হতে পারে। যদি ক্রয়ের চালান না থাকে তাহলে এটা অবশ্যই অবৈধ।’
জেলার খাদ্য পরিদর্শক জহুরুল আলম বলেন, গুদামটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। কোনো পরিবর্তন না করে এটি যেমন আছে তেমনই রাখার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জেলা ফুড অফিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।’
১৪৬৪ দিন আগে
চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে ১৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারের চালের আড়তে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (বন্দর বিভাগ)।
এ সময় বাহার মিয়া (৪৪) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩০০ বস্তা চাল পাহাড়তলী বাজারে প্রবেশের খবরে মেসার্স মাহী ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
এরপর, মাহী ট্রেডিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩০০ বস্তা সরকারি চাল পাওয়া যায়।
বুধবার দুপুরে এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের এসি (বন্দর) মোহাম্মদ আরাফাত।
তিনি বলেন, ভারত থেকে খাদ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত চালের ট্রাক বন্দর জেটি খাদ্য অফিস হতে নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে যাওয়ার কথা। কিন্তু সেখানে না গিয়ে পাহাড়তলী চাল বাজারের আড়তদার মেসার্স মাহী ট্রেডার্সের মালিক আব্দুল বাহারের গোডাউনে ঢুকে পড়ে।
আরও পড়ুন: হবিগঞ্জ পাচারের সময় ভিজিডির ৩ হাজার কেজি চাল উদ্ধার, আটক ১
অভিযানে দেখা গেছে, ওই গুদামে আগে থেকেই মজুদ ছিল আরও এক হাজার বস্তা চাল। সব মিলিয়ে গুদামটি থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিলযুক্ত ১ হাজার ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে এতে মোট ৭০ হাজার কেজি চাল রয়েছে। চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।
১৪৭৩ দিন আগে
বন্যা: সারা দেশে ১১ হাজার ৩৩৬ মেট্রিক টন চাল বিতরণ
সাম্প্রতিক বন্যায় ৩৩ জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১৬ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১১ হাজার ৩৩৬ মেট্রিক টন।
১৭২৯ দিন আগে
চুয়াডাঙ্গায় ১২৬৬ বস্তা সরকারি চাল জব্দ
চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ীতে দুটি গোডাউন থেকে সোমবার সরকারি প্রকল্পের ১২৬৬ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
১৭৯০ দিন আগে
বগুড়ায় ১৫ টন সরকারি চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার
জেলার গাবতলীতে শুক্রবার ১৫ টন সরকারি চালসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮০০ দিন আগে
জয়পুরহাটে ১৪ বস্তা সরকারি চালসহ আটক ১
জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্রাই-দীঘিপাড়া গুচ্ছগ্রামের নিজ বাড়ি থেকে শনিবার সকালে ১৪ বস্তা সরকারি চালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১৮৪১ দিন আগে
আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ, আটক ১
ঠাকুরগাঁও, ১৯ অক্টোবর (ইউএনবি)- সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রাম থেকে সরকারি ২০ বস্তা চালসহ এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
২০২৩ দিন আগে