শিশুর জন্ম
ভোলায় কোমড় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
ভোলায় কোমড়ে জোড়া লাগানো যমজ দুই মেয়ে শিশুর জন্ম হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে এই দুই মেয়ে শিশুর জন্ম দিয়েছেন মনি মুক্তা (২২) নামের এক নারী।
মনি মুক্তা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী সাইফুল ইসলাম একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান।
মুক্তার স্বামী সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে তার স্ত্রীকে শহরের বন্ধন হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। দুপুর ১টার দিকে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. জান্নাত ই আলমের অস্ত্রোপাচারের (সিজার) মাধ্যমে মনি মুক্তা জোড়া লাগানো যমজ দুই শিশুর জন্ম দেন। শিশু দুইটির কোমরের অংশে জোড়া লাগানো।
আরও পড়ুন: পাবনায় জোড়া লাগা যমজ শিশুর জন্ম
তিনি আরও জানান, দুই মাস আগে তিনি মনি মুক্তাকে ঢাকায় ডাক্তার দেখিয়েছিলেন। তখন ডাক্তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে তাকে জানিয়েছিল গর্ভে যমজ শিশু দুইটি রয়েছে। তারা গর্ভে উল্টো অবস্থায় রয়েছে। এ ছাড়াও বৃহস্পতিবার দুপুরে মনি মুক্তাকে পুনরায় আল্ট্রাসনোগ্রাম করা হয়। অস্ত্রোপাচার করা ডাক্তার সর্বশেষ রিপোর্ট দেখে একই কথাই জানিয়েছিলেন। তবে যমজ বাচ্চা দুইটির কোমরের অংশে যে জোড়া লাগানো তা কোনো রিপোর্টেই আসেনি।
তিনি আরও জানান, সদ্য ভূমিষ্ট হওয়া শিশু দুটি সাইফুল ইসলামের দ্বিতীয় সন্তান। তার চার বছর বয়সী আরেকটি মেয়ে শিশু রয়েছে।
অস্ত্রোপাচার করা চিকিৎসক ডা. জান্নাত ই আলম গণমাধ্যমকে জানান, সাধারণত নারীদের গর্ভে সন্তানের অবস্থান কেমন সেটা জানতে হলে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করতে হয়। তাহলে বাচ্চা জোড়া লাগানো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। মনি মুক্তা যথাসময়ে আল্ট্রাসনোগ্রাম করেনি। তার আল্ট্রাসনোগ্রামে বিলম্ব ছিল। যার ফলে তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ শিশু থাকার বিষয়টি এসেছে। কিন্তু শিশু দুইটি যে জোড়া লাগানো তা আসেনি।
এ চিকিৎসক আরও জানান, বর্তমানে নবজাতক দুইটি ও তাদের মা মনি মুক্তা সুস্থই আছেন।
বন্ধন হেলথ কেয়ার এর পরিচালক সাদ্দাম জানান, যমজ নবজাতক ও প্রসূতি মা ভালো আছেন। যমজ জোড়া লাগানো নবজাতক শিশু দুটোর উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: খুলনায় মায়ের পাশে ঘুমন্ত যমজ শিশুর লাশ মিলল পুকুরে
কুষ্টিয়ায় জন্মের ৩ ঘণ্টা পর জোড়া লাগানো যমজ শিশুর মৃত্যু
৯১৮ দিন আগে
কুড়িগ্রামে দু’টি মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে এক দম্পতির ঘরে দু’টি মাথা বিশিষ্ট নবজাতকের জন্ম হয়েছে।
সেকান্দার আলী (৩২) ও আফরোজা বেগম (২২) নামে এই দম্পতি মোগলবাসা ইউনিয়নের ৬নং ওর্য়াডের ব্যাপারি পাড়া গ্রামের বাসিন্দা। সেকান্দার আলী পেশায় একজন মুদির দোকানি।
আরও পড়ুন: কন্যা শিশু জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার
জানা গেছে, গত শনিবার ওই দম্পতি কুড়িগ্রামে একটি ডায়গনিস্টিক সেন্টারে পরীক্ষা করে জানতে পারেন তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবারেই সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সিজারের মাধ্যমে ওই দম্পতি দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেয়। তাদের এটাই প্রথম সন্তান।
আরও পড়ুন: মাকে হত্যা করে বাবা জেলে: ২ শিশুর পাশে কুমিল্লা পুলিশ
সদরের মোগলবাসা বাসা ইউনিয়নের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য (মেম্বার) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ওর্য়াডের মুদি ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী দু’টি মাথা বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম নেয়। সন্তান ও মা সুস্থ আছেন বলে জানতে পেরেছি।’
১২৫০ দিন আগে
২০২১ সালের প্রথম দিনে জন্ম নিল প্রায় পৌনে ৪ লাখ শিশু
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালের প্রথম দিনে বিশ্বজুড়ে ৩ লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্মগ্রহণ করেছে।
১৫৪৭ দিন আগে
চাঁদপুরে ৪ হাত-পা বিশিষ্ট শিশুর জন্ম, আধা ঘণ্টা পর মৃত্যু
চাঁদপুর জেলা শহরের নতুন বাজারে শনিবার দুপুরে একটি প্রাইভেট ক্লিনিকে চার হাত-পা নিয়ে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে।
১৬৮০ দিন আগে