সিলেটে এক ট্রাকের চাপায় আরেক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
জেলার মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় সোমবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ট্রাক চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের একপাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি জানান, লাশদুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।