ভারতীয় নাগরিক আটক
দৌলতপুর সীমান্তে মাদকসহ তিন ভারতীয় আটক
কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী ইউনিয়নের ৮৪/২ সীমান্ত পিলার-সংলগ্ন ডিগ্রিরচর এলাকার মো. নিজাম মণ্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মো. জুয়েল মণ্ডল (২৫), মো. রাকিবুল মণ্ডল (৩৫) ও মো. বাপন মণ্ডলকে (৩২) ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তবে অভিযান চলাকালে কৌশলে দুই বাংলাদেশি নাগরিক মো. নিজাম মণ্ডল ও মো. শরীফ মণ্ডল (২৫) পালিয়ে যান।
অন্যদিকে, সীমান্তের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে উদ্ধার করা এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা বলে জানানো হয়েছে।
আটক ভারতীয় নাগরিকদের নামে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।
১৪ ঘণ্টা আগে
১৮টি স্বর্ণের বার পাচারকালে ভারতীয় নাগরিক আটক
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ মো. নূর হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মুজিবনগর মাঠের পাশের একটি বাগান থেকে তাকে আটক করা হয়।
আটক নুর হোসেন (৪৮) ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুরর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মো. জাহিদুর রহমান মঙ্গল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুজিবনগর সীমান্তের ১০৪/৫ এস নম্বর পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লশি করা হলে কোমরের সঙ্গে প্যান্টের ভেতরে টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক
এসব প্যাকেট থেকে মোট ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ১৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় মুজিবনগর বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন। এরপর আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে জব্দ করা স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
৯৪ দিন আগে
পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে তাকে আটক করা হয়। রাতেই তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটক শম্ভু ভূঁইয়া (৪০) ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে।
আরও পড়ুন: ছয় মাসের সাজা ভোগের পরও তিন বছর ধরে মাগুরা কারাগারে ভারতীয় নাগরিক!
পুলিশ ও বিজিবি জানায়, চাকলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কহরুহাট বাজার থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে শিংরোড বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
এ ঘটনায় বিজিবির শিংরোড কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
১৪১৯ দিন আগে
কানাইঘাট সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঘরদোয়ার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্যসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবির ডোনা বিওপির টহল দল।
১৫৮৯ দিন আগে
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক
মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
১৬৯৮ দিন আগে