ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে তাকে আটক করা হয়। রাতেই তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটক শম্ভু ভূঁইয়া (৪০) ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে।
আরও পড়ুন: ছয় মাসের সাজা ভোগের পরও তিন বছর ধরে মাগুরা কারাগারে ভারতীয় নাগরিক!
পুলিশ ও বিজিবি জানায়, চাকলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কহরুহাট বাজার থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে শিংরোড বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
এ ঘটনায় বিজিবির শিংরোড কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
৩ বছর আগে
কানাইঘাট সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঘরদোয়ার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্যসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবির ডোনা বিওপির টহল দল।
৪ বছর আগে
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক
মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
৪ বছর আগে