ভারতীয় নারী
পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে সন্তানসহ ফেরত
পুশইনের শিকার হওয়া অন্তঃসত্ত্বা এক ভারতীয় নারী ও তার সন্তানকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে আজ (শনিবার) নিশ্চিত করা হয়।
ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুর এলাকার দানিশ শেখের স্ত্রী সোনালি খাতুন (২৬) ও তার ৮ বছরের ছেলে সাব্বির শেখ।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পুশইনের শিকার হওয়া অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালি খাতুন ও তার সন্তান সাব্বির শেখকে ভারতীয় হাইকমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ২৬ জুন বিএসএফ সোনালি খাতুন ও তার ছেলেসহ ছয়জনকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে উঠলে ২০ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে গত সোমবার সোনালিসহ ৪ ভারতীয় নাগরিককে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
৩ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নারী সুনিয়াকে কারাগারে প্রেরণ
অবৈধ অনুপ্রবেশ করে কুড়িগ্রামে স্বামীর কাছে আসা ভারতীয় নারী সুনিয়া সাউকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।
১৯২৫ দিন আগে
প্রেমের টানে ভারতীয় নারী বাংলাদেশে
প্রেমের টানে সাড়া দিয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ভারতীয় এক নারী বাংলাদেশি স্বামীর বাড়িতে অবস্থান করছেন। তাদের তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে।
১৯২৫ দিন আগে