বিদ্যুৎ সংযোগ
ভয়াবহ বন্যায় বন্দি সিলেটবাসী
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নগরীর বাড়িঘর, দোকানপাট, হাসপাতালসহ প্রধান এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সিলেট নগরীর বাসিন্দারা।
মানুষকে হাঁটু থেকে কোমর পর্যন্ত গভীর পানির মধ্যে দিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়াও শনিবার শহরের লোকজনকে বাড়ির প্রবেশপথে অস্থায়ী বাঁধ হিসাবে ইট ও সিমেন্ট দিয়ে কংক্রিটের দেয়াল তৈরি করতে দেখা গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পানি প্রবেশ করায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরও পড়ুন: বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র চালু করলেও সেখানে এখন খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং পশুখাদ্যের প্রয়োজন দেখা দিয়েছে।
প্রায় সব উপজেলা ও পৌর এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যদিও পরে শহরের আংশিক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
আরও পড়ুন: ১১ জেলায় বন্যার্তদের জন্য অর্থ ও খাদ্য বরাদ্দ
বন্যা পরিস্থিতি ভয়াবহ: সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন
২ বছর আগে
সুনামগঞ্জে সাময়িক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে নসরুল হামিদের সতর্কবার্তা
ছাতক ও সুনামগঞ্জ গ্রিড সাবস্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সুনামগঞ্জ জেলা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে জনগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
কুমারগাঁও গ্রিড সাবস্টেশনের সুইচ ইয়ার্ডও প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিতও দেন তিনি।
আরও পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা
ছাতকে বন্যায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি
২ বছর আগে
শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মুরগি বাঁচাতে খামারে শিয়াল মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে উপজেলার তালম শিবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি (৭) ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তালম শিবপাড়া গ্রামের আবু তালেব তার ব্রয়লার মুরগির খামারে শিয়ালের উপদ্রব থেকে মুরগি বাঁচাতে খামারের চারপাশে জিআই তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শিশু জান্নাতি ওই খামারের পাশে আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আরও পড়ুন: আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ২৮ মাসে ১৬৭৪ শিশুর মৃত্যু
২ বছর আগে
শাবিপ্রবি উপাচার্যের বাসভবন ঘেরাও, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কর্মসূচির অংশ হিসেবে তারা উপাচার্যের বাসবভন ঘেরাও করে রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় উপাচার্যের বাসভবন, গেস্টহাউজ, শিক্ষক ডরমিটরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। এতে ডরমিটরিতে থাকা শিক্ষকদের পাশাপাশি গেস্টহাউজে থাকা করোনা ল্যাবে কাজ করা ভলান্টিয়াররাও সমস্যা পড়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে মানব-শেকল তৈরি করেছেন। তারা জানিয়েছেন, পুলিশ ব্যতিত কাউকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে দেয়া হবে না।
আরও পড়ুন: শাবিপ্রবি: আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনা, অচলাবস্থা কাটেনি
২ বছর আগে
যেকোনো মূল্যেই হাতি হত্যা বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যেকোনো মূল্যেই হাতি হত্যা বন্ধ করতে হবে। হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী নিধনের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় আয়োজিত হাতি-সংরক্ষণ এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনকল্পে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা এবং হাতি কর্তৃক ক্ষতিগ্রস্ত জনসাধারণের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জঘন্য ও নৃশংস বন্যহাতি হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অকারণে যাতে আর কোনো হাতি, বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণীর অপঘাতে মৃত্যু না হয় সে বিষয়টি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুন: চট্টগ্রামে হাতি হত্যার দায়ে বাবা-ছেলে কারাগারেহাতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে বনমন্ত্রী বলেন, হাতি চলাচলের প্রচলিত রাস্তা ও করিডোর পুনরুদ্ধার ও পুনঃবনায়ন করা হচ্ছে। হাতির খাবারের জন্য কলাগাছ এবং অন্যান্য তৃণ জাতীয় উদ্ভিদের চাষ করা হবে।
তিনি আরও বলেন, জনসচেতনতা সৃষ্টিসহ হাতি হত্যার শাস্তি এবং হাতির কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে।সংশ্লিষ্ট বন বিভাগের কর্মীদের হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন, লোকালয়ে হাতি প্রবেশ করলে বনে ফেরানো, মানুষকে সচেতন করার কৌশল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বনাঞ্চলে অবৈধ বসবাসকারীদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় বিশ্বের এই মহাবিপন্ন প্রাণীকে অবশ্যই বাঁচার সুযোগ দিতে হবে।
আরও পড়ুন: কক্সবাজারে হাতি হত্যায় অভিযুক্ত মারা গেলেন হাতির আক্রমণে
অনুষ্ঠান শেষে হাতির আক্রমণে নিহত একজনের পরিবারকে তিন লাখ টাকা এবং ফসলের ক্ষতির জন্য অন্য দুজনকে ৪৫ হাজার টাকা করে দেয়া হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণ হাতি হত্যা প্রতিরোধে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন।
৩ বছর আগে
নাটোরে পদ্মার দুর্গম চরে বিদ্যুৎ সুবিধা পেল ৩৫৪টি পরিবারে
প্রথমবারের মতো বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরে বসবাসকারী ৩৫৪টি পরিবার।
৪ বছর আগে