সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নগরীর বাড়িঘর, দোকানপাট, হাসপাতালসহ প্রধান এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সিলেট নগরীর বাসিন্দারা।
মানুষকে হাঁটু থেকে কোমর পর্যন্ত গভীর পানির মধ্যে দিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়াও শনিবার শহরের লোকজনকে বাড়ির প্রবেশপথে অস্থায়ী বাঁধ হিসাবে ইট ও সিমেন্ট দিয়ে কংক্রিটের দেয়াল তৈরি করতে দেখা গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পানি প্রবেশ করায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরও পড়ুন: বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র চালু করলেও সেখানে এখন খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং পশুখাদ্যের প্রয়োজন দেখা দিয়েছে।
প্রায় সব উপজেলা ও পৌর এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যদিও পরে শহরের আংশিক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
আরও পড়ুন: ১১ জেলায় বন্যার্তদের জন্য অর্থ ও খাদ্য বরাদ্দ
বন্যা পরিস্থিতি ভয়াবহ: সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন