বাস-মোটরসাইকেল
দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
দিনাজপুর-ফুলবাড়ী সড়কের চুনিয়াপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এলুয়াড়ী ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার বাবুল হোসেন (৫৫) দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত ডা. আসিম উদ্দিনের ছেলে এবং তার ভাগিনা একই অফিসের কম্পিউটার অপারেটর সোহান (৩৫) একই এলাকার মাসুমের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, বুধবার সকাল ৯ টার দিকে একই মোটরসাইকেলে চড়ে মামা-ভাগিনা ফুলবাড়ী উপজেলার কর্মস্থল এলুয়াড়ী ইউনিয়নে ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা সদরের চুনিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে ঘটনাস্হলে নিহত হয়েছেন তারা।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লাশ উদ্ধারসহ বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
১ বছর আগে
রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল ঘোষপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন (২৫) উপজেলার বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশন আলীর ছেলে এবং রোমান(২৬)মিঠাপুকুর উপজেলার শান্তিপুর (ভক্তিপুর) গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকাল ৪টার দিকে ঘোষপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী লিমন ও রোমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
মাদারীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাদারীপুরের রাজৈরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সানেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন - রাজৈর উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাদবরের ছেলে পলাশ মাদবর (৩০) এবং একই এলাকার আফরোজা আক্তার (২৫) ।
আহত নারীর নাম জেসমিন আক্তার (৩০) ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে মোল্লাদিগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং পথচারী এক নারী আহত হন। আহত নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
২ বছর আগে
বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১০
জেলার আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটায় সৈকত ফিলিং স্টেশনের সামনে শনিবার দুপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
৪ বছর আগে