ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফেনীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২ নারী
ফেনীর ছাগলনাইয়া থেকে করিম উল্যাহ ওরফে কালামিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার বাঁশপাড়া এলাকার বাজারের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত করিম উল্যাহ উপজেলা পৌরসভার বাঁশপাড়া গ্রামের জমাদারবাড়ির রাজা মিয়ার ছেলে। তার ছাগলনাইয়া বাজারে একটি কনফেকশনারি দোকান রয়েছে।
নিহত করিম উল্যাহর ছেলের বউ নুরের নাহার জানান, মঙ্গলবার রাত ১১টায় তার শ্বশুর দোকান থেকে বাড়ি না ফিরে আসায় তার নম্বরে একাধিক বার ফোন করা হয়।
ফোন না ধরায় তারা নিজেরা দোকানে যান। দোকান খোলা থাকলেও করিম উল্যাহ ছিলেন না। পরে নিজেরাই দোকান বন্ধ করেন।
তিনি আরও জানান, তার শ্বশুরের সঙ্গে কারোকোনো বিরোধ ছিল না।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ছাড়া লাশের মাথাসহ শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
৫৮১ দিন আগে
নাটোরে নিজ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী আটক
নাটোরের নলডাঙ্গা উপজেলার নিজ ঘর থেকে শুক্রবার রাতে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মোমিনপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের কারণে স্ত্রী সালমা প্রায়ই তার স্বামীকে নির্যাতন করতেন।
নিহতের বাবা হামেদ আলীর অভিযোগ, স্বামীর সাথে সংসার করতে চাইতো না সালমা। এ কারণে নানা সময় স্বামী আব্দুর রাজ্জাককে মারধর করতেন তিনি। স্বামীর সাথে সালমা এক ঘরে থাকতেন না।
পরকীয়ার অভিযোগ এনে তিনি জানান, তার ছেলে আব্দুর রাজ্জাককে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্রের লাশ উদ্ধার, এলাকাবাসীর বিক্ষোভ
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মোমিনপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। এরপর গ্রামবাসীর কাছে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমাকে আটক করার হয়।
ময়নাতদন্তের পর বিস্তারিত জানান যাবে বলে জানান ওসি শফিকুল ইসলাম।
আরও পড়ুন: নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার
১৫৩০ দিন আগে
করতোয়া নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে রবিবার দুপুরে এক সার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯৪২ দিন আগে